সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বহু জেল খেটেছি আর খাটতে চাই না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ দেশের মানুষ বহু জেলজুলুম সহ্য করেছে। আমরাও বহু জেল খেটেছি। আর জেল খাটতে চাই না।

রোববার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

তিনি বলেন, দেশটাতে বহু বছর পর ড. মুহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।

মির্জা আব্বাস বলেন, আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক, তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের, ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি। আমরা কোনো কিছু বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস রাখতে চাই, ড. ইউনূস যে কথা বলেছেন তার কথা রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাব।

ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন হলে আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব তানভীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Header Ad
Header Ad

২৯ মার্চ ভর দুপুরে নেমে আসবে অন্ধকার

প্রতীকী ছবি

আগামী ২৯ মার্চ পৃথিবীজুড়ে আংশিক সূর্যগ্রহণের ঘটনা ঘটবে, যা কিছুক্ষণের জন্য দুপুরবেলা অন্ধকারে ঢেকে ফেলবে। তবে, দুঃখজনকভাবে এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।

সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, যার মানে হলো, চাঁদ সূর্যের পুরো অংশ ঢেকে ফেলবে না, বরং সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় আংশিকভাবে দৃশ্যমান থাকবে। এই ঘটনা বিশেষভাবে পরিচিত "রিং অব ফায়ার" নামে।

এবারের সূর্যগ্রহণ ইউরোপ, উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান হবে, তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি খালি চোখে দেখা সম্ভব হবে না।

এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে, যা একদিকে একটি জ্যোতির্বৈজ্ঞানিক বিস্ময়, অন্যদিকে বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের জন্য একটি বিশেষ পর্যবেক্ষণ সুযোগ সৃষ্টি করবে।

এ ধরনের সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষা প্রয়োজন, কারণ খালি চোখে সূর্যগ্রহণ দেখলে তা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। যেসব দেশে এটি দেখা যাবে, সেখানে জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ ও বিশেষ ফিল্টার ব্যবহার করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।

এই সূর্যগ্রহণটি ২০২৫ সালের গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে চিহ্নিত হতে চলেছে।

Header Ad
Header Ad

৪২ আওয়ামী লীগ নেতাকর্মী পেলেন আগাম জামিন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে করা বিস্ফোরক আইনের চারটি মামলার ৪২ জন আসামিকে হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। আসামিরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

রবিবার (১৬ মার্চ) ৩৬ জন এবং সোমবার (১৭ মার্চ) আরও ৬ জন জামিন পেয়েছেন।

হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আসামিদের সিলেটের দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সজল বর্মণ এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন।

সোমবার জামিনপ্রাপ্তরা হলেন মানিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান আহমদ, কলাদাপানিয়া গ্রামের সুধীর কুমার সিংহের ছেলে সজল কুমার সিংহ, হাতধর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে ইকবাল আহমদ, দরগা বাহারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এটিএম ফয়সল এবং পীরের চক গ্রামের নোমান আলীর ছেলে শিমুল আহমদ।

জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম। জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী বলেন, “আদালত আজ আরও ৬ জনকে আগাম জামিন দিয়েছেন। এর আগে গতকাল (রবিবার) আরও ৩৬ জনকে আগাম জামিন দেওয়া হয়েছিল।”

জামিনপ্রাপ্তদের ৬ সপ্তাহের মধ্যে সিলেটের দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

Header Ad
Header Ad

রংপুরের বদরগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর করে আ.লীগের ইফতার

ছবি : ঢাকাপ্রকাশ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর ও লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার মাহফিল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ মার্চ) ইফতার শুরুর আগে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার কাঁচাবাড়ী বাজারে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণের সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় আওয়ামী লীগের সাবেক এমপি ডিউক চৌধুরী, পৌর মেয়র টুটুল চৌধুরী এবং ইউপি চেয়ারম্যান ডলু শাহের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। দলীয় কার্যালয়ের আসবাবপত্র, ছবি ও ব্যানার ভাঙচুর এবং লুটপাট করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন আওয়ামী লীগের কর্মী ও গ্রাম পুলিশ দফাদার জমশেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

লোহনীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিপুল বলেন, "দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে কাঁচাবাড়ি বাজারে অফিস স্থাপন করা হয়েছিল। কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে কার্যালয়টি ভেঙে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।"

পৌর বিএনপির সদস্য সচিব কমল লোহানী বলেন, "বদরগঞ্জ থানার ইন্সপেক্টারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন বলে বিএনপির প্রতি সুনজর দিতে পারছেন না। জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, "আওয়ামী লীগের সরকার পতনের পর দলকে সংগঠিত করতে আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছিল। কিন্তু সেই কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে দলের ছবি, ব্যানার এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আমরা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।"

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত দফাদার জমশেদ আলীকে চিকিৎসার জন্য বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।"

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, "ঘটনাটি শুনেছি। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২৯ মার্চ ভর দুপুরে নেমে আসবে অন্ধকার
৪২ আওয়ামী লীগ নেতাকর্মী পেলেন আগাম জামিন
রংপুরের বদরগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর করে আ.লীগের ইফতার
গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কসাইয়ের গোপনাঙ্গ কর্তন
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার
জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
নওগাঁ সীমান্তে যুবক নিহত, বিএসএফের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
করোনা টিকার ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
১০০ বছরেও যে দেশে জন্ম হয়নি কোনো শিশুর!
আমরা যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী
অধ্যাপক কামরুল ১৮০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক ছুঁলেন
সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে গণধর্ষণ: গ্রেপ্তার ৫ জন আদালতে
চাকরি থেকে ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত
দাবি পূরণের আশ্বাস, ধর্মঘট প্রত্যাহার করল রেলওয়ের রানিং স্টাফরা
বহু জেল খেটেছি আর খাটতে চাই না: মির্জা আব্বাস
ডিভোর্স হয়নি, আমরা এখনো স্বামী–স্ত্রী: সায়রা বানু
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁসের অভিযোগ, তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি