দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবিঃ সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের মুক্তি ও একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে। বর্তমানে সংস্কারের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে, যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, "আমরা যারা রাজনৈতিক দলে আছি, তারা দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আংশিকভাবে হলেও আমরা এতে সফল হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংস্কার, যা দেশের কল্যাণে অপরিহার্য।"
তিনি উল্লেখ করেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মিলে প্রায় আড়াই বছর আগে ৩১ দফার একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে। সেই সময় অনেকেই সংস্কারের কথা বলেননি, কিন্তু বর্তমানে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
তিনি বলেন, "আমরা যখন এই প্রস্তাব দিয়েছিলাম, তখন স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, নিপীড়ন-নির্যাতন সহ্য করেও সংস্কারের বিষয়টি সামনে এনেছি। এখন আরও অনেকে এটি নিয়ে কথা বলছেন, যা আমরা স্বাগত জানাই।"
সংসদ ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংসদ একক কক্ষের পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট হলে এর কার্যকারিতা কেমন হবে, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি, একজন ব্যক্তি যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, এমন একটি বিধিনিষেধ আরোপের বিষয়েও বিএনপি প্রথম থেকেই প্রস্তাবনা দিয়েছে, যা স্বৈরাচারী প্রবণতা রোধে কার্যকর হতে পারে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিএনপি কাজ করছে। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে এসব সংস্কার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
তারেক রহমান বলেন, "আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। দেশের কল্যাণে যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং হওয়া উচিত।"
