বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ

ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা।

প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য তার নেতৃত্বে সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফরও করেছিলেন।

বিএনপির প্রতিনিধি দলটি ডেভিড বিসলির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ও লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ. ডেস্ট্রোর সঙ্গেও সাক্ষাৎ করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়, রবার্ট এ. ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন বিশিষ্ট আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সংবিধান, কর্মসংস্থান ও নির্বাচন আইনে বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত।

Header Ad
Header Ad

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল

একুশে পদক। ছবি: সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

শিল্পকলায় চলচ্চিত্রে একুশে পদক পাচ্ছেন আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা (সংগীত), নাসির আলী মামুন (আলোকচিত্র), রোকেয়া সুলতানা (চিত্রকলা)।

সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন মাহফুজ উল্লা (মরণোত্তর) ও মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার)।

সংস্কৃতি ও শিক্ষায় একুশে পদক পাচ্ছেন ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) এবং গবেষণায় একুশে পদক পাচ্ছেন মঈদুল হাসান।

এ ছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক দেওয়া হবে।

দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে। কারা একুশে পদক পাবেন সেটি বাছাইয়ের মূল দায়িত্ব পালন করে সংস্কৃতি মন্ত্রণালয়।

Header Ad
Header Ad

৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন

৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন। ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বর ও অন্যান্য স্থাপনায় হামলা ও বিশৃঙ্খলা একটি মহলের ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বাধা সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপিপন্থী সংগঠন স্বাধীনতা ফোরাম।

হাফিজউদ্দিন বলেন, "গতকাল (বুধবার) থেকে শুরু হওয়া ঘটনা এখনও চলমান, শেষ হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা জানি না। সরকারের ভূমিকা সম্পর্কেও আমরা অবগত নই। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, সম্ভবত আজকের মধ্যেই জানা যাবে কে দায়ী।"

তিনি বলেন, "কিছু মানুষ গণতন্ত্রের পথ রুদ্ধ করতে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকতে পারে। বিশেষ করে, আমাদের প্রতিবেশী দেশের (ভারত) সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।"

বুধবারের ঘটনার ওপর বিএনপি নজর রাখছে উল্লেখ করে তিনি বলেন, "খুব শিগগিরই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। কারণ, গণতন্ত্রের অভাবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।"

তিনি আরও বলেন, "আমরা আশা করি, বর্তমান সরকার গণতন্ত্রের পথে সব বাধা দ্রুত দূর করবে। তাদের সচেতন হতে হবে, যেন আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।"

হাফিজউদ্দিন আহমেদ বলেন, "বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাই গণতন্ত্রের স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তি ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।"

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দল গঠনের আহ্বান জানিয়েছেন- এই প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন, "এর কোনো প্রয়োজন নেই। ছাত্ররা তাদের নিজস্ব দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে, কারণ এটি জনগণের জন্য আরেকটি রাজনৈতিক বিকল্প তৈরি করবে।"

তিনি বলেন, "ছাত্ররা দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছে। তারা আরও সময় চায়, কিন্তু আমরা মনে করি, এ বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। তাই আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, গণতন্ত্রের বিরুদ্ধে সকল বিশৃঙ্খলা, বাধা ও ষড়যন্ত্র বন্ধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক।"

হাফিজউদ্দিন বলেন, "দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার দেখতে চায়। কিন্তু একমাত্র ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা চায় এবং চায় না এখানে গণতন্ত্রের চর্চা হোক।"

তিনি আরও বলেন, "বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সরকারের উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়। তবে কেউ কেউ মনে করছেন, সংস্কারের আড়ালে সরকার কেবল বিলম্বের চেষ্টা করছে।"

হাফিজউদ্দিন বলেন, "অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী সুপরিচিত একজন জ্ঞানী ব্যক্তি। আমরা তার ওপর আস্থা রেখেছি এবং তাকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। তবে আমরা আশা করি, তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না, নিরপেক্ষ থাকবেন এবং জাতিকে সংকট থেকে মুক্ত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন।"

Header Ad
Header Ad

৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা

৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে "অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত" বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। তবে তারা দাবি করেছে, পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ছয় মাসে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে কোনো আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি। তবে বুধবার রাতে পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।

সরকারের দাবি, শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এতে জনগণের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এছাড়া, অভ্যুত্থানের আগে দুর্নীতি ও নিপীড়নের মাধ্যমে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও একই হুমকি-ধমকির ভাষায় বক্তব্য দিচ্ছেন এবং অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিচ্ছেন।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি, তিনি যদি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।

বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তাদের ভূখণ্ড যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত না হয় এবং শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার পুরোদমে চলছে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।একইসঙ্গে, উসকানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তা সরকার খতিয়ে দেখছে।

সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন
৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াতের আমির
ইয়াশা সাগরকেও টাকা দেয়নি, অন্যদিকে চুক্তি ভঙ্গের অভিযোগ চিটাগাং কিংসের
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২-এ নারীসহ দুজনকে মারধর