জুলাই-আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান: ফারুক

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত
তারেক রহমানকে জুলাই-আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড বলেছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দেয়ার দাবিও জানান তিনি।
শনিবার (১৯ অক্টোবর) সকালে নোয়াখালীর সেনবাগে বিএনপির উদ্যোগে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘মৃত মানুষ’ যাতে ভোট দিতে না পারে তেমন ভোট আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রটি আহ্বান জানিয়েছেন তিনি। সে সাথে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবীও জানান তিনি।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতা এনেছেন শহীদ জিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করিয়েছেন জিয়াউর রহমান। ইন্দিরা গান্ধীর অনুরোধে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছেন শহীদ জিয়া।’
শেখ হাসিনা জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন বলেও দাবি করেন তিনি।
