জি এম কাদের ও তার অনুসারীদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টা সহ ছয়জনকে আইনি নোটিশ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। রোববার (৮ ডিসেম্বর) এই নোটিশ প্রেরণ করা হয়।
নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার এবং মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাদের সাত দিনের মধ্যে জি এম কাদেরকে গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেছেন নোটিশ প্রেরক।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, জি এম কাদের এবং তার দল জাতীয় পার্টি বিগত সময়ের একতরফা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। জাতীয় পার্টির ভূমিকার কারণেই ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে। তাদের এ সহযোগিতাকে 'জাতীয় বেঈমানি' হিসেবে উল্লেখ করে নোটিশে আরও বলা হয়, জাতীয় পার্টি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে এবং অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনর্বাসনে সহায়তা করেছে।
আইনজীবী সফিকুল ইসলাম বলেন, “শেখ হাসিনার শাসনামলে জাতীয় পার্টি ক্ষমতার অংশীদার হয়ে দুর্নীতি ও লুটপাট করেছে। তারা শুধুমাত্র সহযোগী ছিল না, বরং সব অপকর্মের জন্য সমান দায়ী। জাতীয় পার্টির অপরাধীদের গ্রেপ্তার না করে আইনের প্রতি অবিচার করা হচ্ছে।”
নোটিশে দাবি করা হয়, মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় জি এম কাদের এজাহারনামীয় আসামি। কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত তাকে গ্রেপ্তার করে শহীদদের আত্মার প্রতি ন্যায্য বিচার করার আহ্বান জানান আইনজীবী।
এ নোটিশকে কেন্দ্র করে জাতীয় পার্টি এবং সংশ্লিষ্টদের মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা এখন দেখার বিষয়।