ভারতে বিএসএফ হাতে গ্রেপ্তার রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল
ভারতে বিএসএফ হাতে গ্রেপ্তার রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ভারতে প্রবেশের চেষ্টাকালে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার দৈনিক আনন্দবাজারে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ফয়সালের নাম ‘ফয়জল’ ও গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নাম ‘পাওয়া’ হিসেবে উল্লেখ করা হলেও অন্যান্য বিবরণ ফয়সালের সাথেই মিলে যায়।
আনন্দবাজারের খবরে জানানো হয়, গত ২ নভেম্বর দুপুরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ফয়সাল। এ সময় বিএসএফ তাকে সীমান্তে আটক করে এবং পরে হবিবপুর থানায় হস্তান্তর করে। পরের দিন তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। প্রথমে তিন দিন এবং পরে বুধবার আরও পাঁচ দিনের জন্য তাকে রিমান্ডে পাঠানো হয়েছে।
মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের বরাতে জানা যায়, ফয়সালের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানতে পেরেছে যে ফয়সাল ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফয়সাল ভারতীয় পুলিশকে জানান, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বাংলাদেশে আত্মগোপনে ছিলেন এবং জীবন বাঁচাতে ভারতে পালিয়ে আসেন।
তথ্য অনুযায়ী, ফয়সাল আহমেদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটায়। তার বাবা আব্দুল গফুর সরকার একজন আওয়ামী লীগ নেতা এবং তিনবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০০৮ সালে নওহাটা পৌরসভার মেয়রও নির্বাচিত হন তিনি। ফয়সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০১৬ সালে অনুষ্ঠিত সম্মেলনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। গত জুনে তিনি রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, ফয়সালের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তাই তিনি এ নিয়ে মন্তব্য করতে পারেননি।