খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি: সাবেক সাংসদ কালাম
ছবি : ঢাকাপ্রকাশ
‘খালেদা জিয়ার মুক্তি মানেই দেশের গণতন্ত্রের মুক্তি’ উল্লেখ করে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত গণতন্ত্রের মুক্তি মিলবে না।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্তের বেড়াজালে গৃহবন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি গণদাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, সরকার তাকে (খালেদা জিয়া) মুক্তি দিতে বিলম্ব করছে। কারণ সরকার জানে অপশাসন ও অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করার মূল ভিত্তি দেশনেত্রী খালেদা জিয়া।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আমরা দাবি করবো দেশনেত্রীকে মুক্তি দেয়া হোক। বাজেটের নামে সাধারণ মানুষকে করের বোঝায় আটকে ফেলার চক্রান্ত বন্ধ করা হোক। আমরা চাই দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ যেন শান্তিতে জীবন-যাপন করতে পারে।
বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি'র সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু,এসএম রেজাউল ইসলাম রেজু,আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন,শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান। অন্যথায় আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হোন।