বেনজীর-আজিজ আওয়ামী লীগের লোক নয়: ওবায়দুল কাদের
বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বেনজীর এবং আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী বা র্যাবের বড় কোনো পদে বসায়নি।
মঙ্গলবার (৪ জুন) ধানমন্ডিতে ঐতিহাসিক ছয় দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় এ তথ্য জানান তিনি।
এসময় কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচন বয়কট করেছে। ৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে তার মধ্যে ছিল শান্তিপূর্ণ। মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুড়ছেন। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং ও অস্ত্র মামলার আসামি। প্রধানমত্রীর দয়ায় খেলেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা সারা বিশ্বে সৎ নেতা হিসেবে পরিচিত। এসময় আওয়ামী লীগের প্রধান নেতাদের মধ্যে কে দুর্নীতিবাজ তথ্য প্রমাণ নিয়ে আসারও আহ্বান করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। আমাদের দল জন্মলগ্ন থেকেই দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা হয়। আমি তৃতীয় বারের সাধারণ সম্পাদক। আমাদের একটা সম্মেলন কেউ বলতে পারবে না সময় রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময় সীমার মধ্যেই জাতীয় সম্মেলন সম্পন্ন করি। আগামী সম্মেলনও ২০২৫ সালের ডিসেম্বরে আমাদের জাতীয় সম্মেলন হবে।
এসময় বিএনপিকে দুর্বৃত্তের জন্মদাতা হিসেবে উল্লেখ করেন ওবায়দুল কাদের। টিআইবি আর সুজন ফখরুল গয়েশ্বরদের সুরেই কথা বলে। প্রশ্ন রাখেন, তাহলে কি তারা কি বিএনপির বি টিম? সবসময়ই তারা সরকারের বিরুদ্ধে কথা বলে।
অপকর্মকে ঢেকে রাখা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই, তাই দলীয় নেতাকর্মীদের যেকোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বিএনপি আন্দোলনও করতে পারেনি। জনগণ তাদের সাথে সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নেয়নি তারা। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও এবারের নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ হয়েছে। বিএনপি ২০০৬ সালে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে প্রশাসনের বড় পদে বসায়নি। বেনজীর এবং আজিজ তাদের যোগ্যতায় স্ব-স্ব বাহিনীর প্রধান হয়েছিলেন। বিএনপি আজ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। অথচ তাদের দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং দুর্নীতির মামলা ও অস্ত্রোপচার মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এসময় উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।