কোনো মন্ত্রীকে আমি স্যার বলি না : শামীম ওসমান
ছবি: সংগৃহীত
শিক্ষক সমাজের প্রতি নিজের সম্মান প্রদর্শনের মাপকাঠি বোঝাতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, তিনি কোনো মন্ত্রীকেও স্যার বলে সম্বোধন করেন না। কিন্তু বয়সে ছোট শিক্ষকদেরও স্যার বলেন তিনি।
তিনি বলেন, ‘আমার চেয়ে বয়সে ছোট এমন অনেকেই আজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক। আমি তাদের স্যার বলে ডাকি। আমি বড় কোনো মন্ত্রীকেও স্যার বলে ডাকি না। কিন্তু শিক্ষকদের স্যার বলি।’
রবিবার (৪ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
শামীম ওসমান বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা দুনিয়াতে এসেছেন মানুষ গড়ার জন্য। বাবা-মায়ের আদরের সন্তানকে সমাজে গড়ে উঠতে তারা নিরলস পরিশ্রম করেন। যারা মানুষ গড়ার হাতিয়ার, তাদের সম্মান না করলে পৃথিবীর কাউকে সম্মান করে লাভ নেই।’
তিনি বলেন, ‘আমি ছোট থাকতে যখন বার একাডেমিতে পড়তাম তখন স্কুলের প্রধন শিক্ষক ছিলেন ক্যাপ্টেইন এনায়েত স্যার। উনাকে দেখলে ভয়ে শরীর ঠান্ডা হয়ে যেত। একদিন স্কুল শেষে বন্ধুরা মিলে একটা পোস্টার টাঙাই। পোস্টারে কলম দিয়ে লিখি– বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। পোস্টার টাঙানোর পর আওয়াজ পাই স্যারের যে- কে আছে ওখানে। আমি একটু সাহস করে বলি- আমরা আছি স্যার। উনি এসে দেখলেন- আমরা পোস্টার টাঙিয়েছি। আমরা তো মার খাব সেই ভাবনায় ছিলাম। কিন্তু স্যার আমাদের একটুও মারলেন না। বরং মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন- বাসায় যাও। আমার এই স্মৃতি এখনও মনে আছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। উপস্থিত ছিলেন জেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।