বিএনপি এখনো মর্যাদা ও শক্তিমত্তার সঙ্গে টিকে আছে : নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি এখনো মর্যাদা ও শক্তিমত্তার সঙ্গে টিকে আছে। জাতীয়তাবাদী শক্তির কলেবর ক্রমান্বয়ে বাড়ছে।’
আজ সোমবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
নজরুল ইসলাম বলেন, ‘আজকে ক্ষমতাসীন সরকারের জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। কিন্তু তারা নির্লজ্জের মতো জিয়াউর রহমানকে নিয়ে অযাচিত মন্তব্য করছেন।’
বিএনপির এ নেতা বলেন, ‘জিয়াউর রহমান রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব ক্ষেত্রে সফল ব্যক্তি ছিলেন। তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব। কিন্তু তাকে দেশের জনগণের হৃদয় থেকে মুছে ফেলার চক্রান্ত হয়েছে, এখনো হচ্ছে।’
আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভার সার্বিক তত্ত্বাবধান করেন ড্যাব মহাসচিব আবদুস সালাম। ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান ও আশফাক নবী কনকের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড রিয়াজ উদ্দিন নসু প্রমুখ।