মেয়েদের সেলফি বিড়ম্বনায় সাকিব, ভিডিও ভাইরাল
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের জনপ্রিয় ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নির্বাচনী জনসংযোগে নেমে নানা বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে দেশের সেলিব্রেটি এই ক্রিকেটারকে। যেখানেই যাচ্ছেন সেখানেই সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়ছেন ছেলে–বুড়ো–নারী–শিশুসহ সবাই।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তার নির্বাচনী এলাকার একটি নির্বাচনী প্রচারণার মঞ্চে বসে আছেন সাকিব আল হাসান। আর তার সাথে ছবি তুলতে হুমড়ি খাচ্ছেন একদল মেয়ে। অনিচ্ছা সত্ত্বেও আবদার মেটাতে সাকিবও সায় দিচ্ছেন। তবে মুখে কিছুটা বিরক্তির ছাপ।
উৎসুক মানুষের প্রতি বিশ্বসেরা অলরাউন্ডারের ভালোবাসার কমতি না থাকলেও বিড়ম্বনাকে আলিঙ্গন করেই এগিয়ে যেতে হচ্ছে তাকে ।
স্কুলজীবনে মাগুরা সরকারি বালক বিদ্যালয়ে পড়াশোনা করলেও ক্রিকেটের কারণেই সাকিবকে অধিকাংশ সময় থাকতে হয়েছে জেলার বাইরে। এলাকায় ফিরলেও সাধারণ মানুষের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা হয়নি এই অলরাউন্ডারের। যে কারণে তাকে ঘিরে এলাকার মানুষের উৎসাহের কমতি নেই। নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন ভিড় জমছে সেখানেই। হরহামেশা শিকারও হচ্ছেন খ্যাতির বিড়ম্বনার।
নির্বাচনী প্রচার শুরুর পর থেকে সাকিবকে কাছে পেলেই বিভিন্ন বয়সী মানুষ তাঁর সঙ্গে ছবি তুলতে চাচ্ছেন, তুলছেন সেলফিও। আবার কেউ কেউ স্মারক হিসেবে অটোগ্রাফ রাখতে খেলার ব্যাট বল, নোট প্যাড, ডাইরি এমনকি কেউ কেউ মোবাইল ফোনের কভারে পর্যন্ত তাঁর স্বাক্ষর নিচ্ছেন। মেয়েদের অনেকে নিজের প্রিয় ভ্যানিটি ব্যাগেও নিয়ে রাখছে সাকিব আল হাসানের দেওয়া অটোগ্রাফ।
প্রায় প্রতিটি এলাকায় নিজস্ব বক্তব্য প্রদানের জন্যে সর্বোচ্চ দুই মিনিট পর্যন্ত সময় ব্যয় করলেও সাকিবের ঘণ্টাকাল কেটে যায় ভক্তদের অনুরোধ রক্ষায় ছবি তোলার সুযোগ কিংবা অটোগ্রাফ দিতে। এ অবস্থায় উৎসাহী ভক্তদের হাজারো ভিড়ের মধ্যে পড়ে সাকিব আল হাসানকে এই শীতের মধ্যে ঘাম ঝরাতে হচ্ছে। হিমশিম খেতে হচ্ছে ।
নির্বাচনী ডামাডোলের মধ্যে সাকিব যতই বিড়ম্বনার শিকার হন না কেন, নির্বাচনে বিজয়ী হলে মাগুরার সাধারণ মানুষের মধ্যেই মিলেমিশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। আর এমনটি হলে এলাকার সাধারণ মানুষের মণিকোঠায় নিশ্চিত ঠাঁই নিতে সক্ষম হবেন সেই প্রত্যাশা সকলেরই।