শামীম ওসমানকে হুমকি ‘তোর মৃত্যুর সময় এসে গেছে’
আওয়ামী লীগের শান্তি মিছিলে শামীম ওসমান। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে—‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। কাদের ভয় দেখান? আমরা ’৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে। তবে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা হিমালয়ের মত দৃঢ়চেতা নারী।কোনোভাবেই তিনি মাথা নত করবেন না। সামনে অনেক আঘাত আসবে। আপনারা প্রস্তুত থাকবেন।
শামীম ওসমান বলেন, বিশ্বের সব রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুণায় নয়।বিএনপি-জামায়াতের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নেইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সেজন্যই এতদিন শেখ হাসিনা ক্ষমতায়।
তিনি উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। লিংক রোড প্রশস্ত হচ্ছে। এই পুরাতন সড়কও ১৪০ ফিট চওড়া হচ্ছে। এখানে ফ্লাইওভার হবে। নাগিনা জোহা সড়ক হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই আইটি ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট হবে। শুধু ফতুল্লাতেই আমরা ছয়শ’ কোটি টাকার কাজ করেছি। আমরা মানুষকে ভালোবাসি। শেখ হাসিনা আমাদের ভালোবাসতে শিখিয়েছেন।
পরে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক নিয়ে বিশাল শান্তি মিছিল বের করেন শামীম ওসমান। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।