গাইবান্ধা-৫ আসনে আবারও নৌকার প্রার্থী হতে চান মাহমুদ রিপন
ছবি: সংগৃহীত
এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩, গাইবান্ধা-৫ আসনে সাঘাটা-ফুলছড়ির দুটি এলাকা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। গতকাল তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ রবিবার ১৯ নভেম্বর দুপুর ০২.০০ ঘটিকায় তিনি মনোনয়পত্র জমা দিয়েছেন।
এর আগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু পেয়েছিলেন ৪৪ হাজার ৭৫২ ভোট।