রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

২৫ জানুয়া‌রি‌ বাকশাল দিবস পালন করবে বিএন‌পি

একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের দিন ২৫ জানুয়ারি। এ দিনটিকে এবার ‘বাকশাল দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এতদিন এই দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে দলটি।

মঙ্গলবার (১৮ জানুয়া‌রি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

তিনি বলেন, ‘গতকাল স্থায়ী কমিটির সভায় আগামী ২৫ জানুয়ারি (মঙ্গলবার) দেশব্যাপী সকল মহানগর ও জেলায় মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে জবাই করে একদলীয় স্বৈরশাসন জারির দিনটিকে ‘বাকশাল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।'

‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ওইদিন সারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত দলমত নির্বিশেষে গণতন্ত্রমনা বাংলাদেশিদের অংশগ্রহণের ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করবে।'

১৯৭৪ সালের ২৫ জানুয়ারি ততকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার বিল পাস করে।

এমএইচ/টিটি

Header Ad
Header Ad

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরুর দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বাস্তবায়ন কমিটি।

রোববার (২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় নওগাঁ জেলা প্রসাসক মোঃ আব্দুল আউয়াল এর নিকট স্মারকলিপি প্রদান করেন একাডেমিক কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ (অব.) আব্দুল কাইয়ুম এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, নওগাঁ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ ইসকেন্দার হোসেন, সহকারী অধ্যাপক এমদাদুল হক মুকুল, সাংবাদিক কায়েস উদ্দিনসহ প্রমুখ।

সহকারী অধ্যাপক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন জানান, নওগাঁ বাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবীর ফসল নওগাঁ বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। অথচ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমতি পায়নি যা খুবই দুঃখজনক। আমরা অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

স্মারকলিপি গ্রহন করার পর নওগাঁ জেলা প্রসাসক মো আব্দুল আউয়াল জানান, তিনি দ্রুত স্মারকলিপি উপদেষ্টা বরাবর প্রেরন করবেন এবং একাডেমিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচিতে 'এ' ইউনিটের পরিক্ষা আগামী ৩ মে সকাল ১০টার পরিবর্তে ১৯ এপ্রিল বিকেল ৩ টায় এবং 'বি' ইউনিটের পরিক্ষা ৩ মে বিকেল ৩টার পরিবর্তে ২৫ এপ্রিল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। তবে, 'সি' ইউনিটের পরীক্ষা আগের সময়ই অর্থাৎ ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ৮৫তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত এবং পরিবর্তিত ভর্তি পরীক্ষা সূচির তারিখ ঠিক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ০২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (দিনরাত যে কোন সময়, এমন কি বন্ধের দিনেও) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, 'আমাদের পূর্ববর্তী তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষার তারিখ ছিলো। ফলে কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে এখানে দিতে পারবে না আবার এখানে পরীক্ষা দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না। তাই আমরা একাডেমিক কাউন্সিল মিটিংয়ে তারিখ পরিবর্তন করেছি।'

Header Ad
Header Ad

বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন আইসিইউতে

বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন। ছবিঃ সংগৃহীত

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয় বলে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।

তিনি বলেন, "ফরিদার শরীরটা একটু খারাপ হয়েছিল, আইসিইউতে আছে।

“সকালে শ্বাসকষ্ট উঠেছিল। এখন একটু ভালো আছে; চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।"

ফরিদা পারভীনের অবস্থা ‘চিন্তার কিছু নয়’ বলে আশ্বস্ত করেছেন তার মেয়ে দিহান ফারিয়া। গ্লিটজকে তিনি বলেন, "আম্মার এটা রেগুলার টেস্ট, ওরা একটু বেশিই বাড়িয়ে বলে ফেলছে।

“আম্মার অনেকদিন ধরেই কিডনির সমস্যা, এটা রেগুলার টেস্টের মতই। অনেক দিন ধরেই তো কিডনি সমস্যায় ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা করানো হয়েছে। এটা খুব চিন্তার কিছু নয়।"

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে শুরুর পর লালনসংগীতে গিয়ে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান ফরিদা পারভীন।

সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরুর দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন আইসিইউতে
খাল খননের উদ্বোধনে লাল গালিচা! ব্যাখ্যা দিল সিটি করপোরেশন  
আবারও বাড়লো এলপি গ্যাসের দাম    
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা  
তিতুমীরকে নয় রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত : শিক্ষা উপদেষ্টা  
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ইনকিলাব মঞ্চের
চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান কুবি শিক্ষার্থীদের
ত্রয়োদশ সংসদ নির্বাচন : টাঙ্গাইলে ৮টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যে কারণে বিসিবি নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিলেন হান্নান সরকার
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা ছিল না:নির্বাচন কমিশনার
একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
লাখ টাকা নিয়েও যাননি অনুষ্ঠানে, অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ
লাল গালিচায় খালে নেমে তিন উপদেষ্টার খননের উদ্বোধন
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক
৯ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ