‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় জনগণ দিশেহারা’
আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে এর খারাপ প্রভাব শুরু করেছে। সারা দেশের সাধারণ জনগণ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই গণবিরোধী ও অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত বাতিল চায় জনগণ।
বুধবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ইতিপূর্বে বেশ কয়েকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশের মানুষ যখন ক্ষুব্ধ তখন আবারও নতুন করে মূল্যবৃদ্ধিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে। বর্তমান সরকার জনগণের চরম দুর্ভোগ লাঘব না করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে বিপাকে ফেলেছে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।
ইউনুছ আহমাদ বলেন, বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জনদুর্ভোগ সৃষ্টি সরকারের পতনকে ত্বরান্বিত করবে।
তিনি বলেন, ‘অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্রের পেছনে বছরে ১০ হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় ও সিস্টেম লসের নামে বছরে ২ হাজার কোটি টাকা মূল্যের বিদ্যুৎ চুরি বন্ধ করলে বিদ্যুতের দাম অনেক কমানো সম্ভব হবে। কিন্তু সরকার সেদিকে না গিয়ে তাদের লুটপাটের দায় জনগণের উপর চাপিয়ে দিচ্ছে।’
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইউনুছ আহমাদ বলেন, অর্থনৈতিকভাবে দেউলিয়া এই অবৈধ সরকার আইএমএফের ঋণের শর্তের বেড়াজালে জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে ১ মাসের ব্যবধানে আবারও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। জনগণকে বাঁচতে দিন, নতুবা জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেলে আপনাদের আখের রক্ষা হবে না।
এমএইচ/এমএমএ/