আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সংসদ সদস্যদের এলাকায় গিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নেবে। এ জন্য সবাইকে কাজ করতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদেরকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।’
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সংসদ সদ্যেদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, আগামী নির্বাচন হবে ফ্রি ফেয়ার। সুতরাং সবাইকে এলাকায় গিয়ে কাজ করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তিনি মনোনয়ন পাবেন না।
সভায় উপস্থিত সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের সতর্ক করে বলেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, দখল, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ আছে তাদের কাউকে মনোনয়ন দেওয়া হবে না।
সবার আমলনামা তৈরি করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেছেন, ইতিমধ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে একাধিক প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে।
তিনি নিজেও বিশেষ ব্যবস্থায় দলীয় সংসদ সদস্যদের আমলনামা সংগ্রহ করছেন জানিয়ে বলেছেন, সবার তথ্য সংগ্রহ করা হচ্ছে। কে কী করেছেন, কী করছেন, সব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
আগামী নির্বাচন চ্যালেঞ্জের হবে জানিয়ে প্রধানমন্ত্রী দলীয় এমপিদের এই নির্দেশনা দিয়েছেন যে, গত ১৪ বছরে আওয়ামী লীগের নেতৃত্বে দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে সেগুলো নিজ নিজ এলাকায় মানুষের সামনে তুলে ধরতে হবে।
মানুষকে জানাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকে, দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে।
এনএইচবি/এমএমএ/