সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘গণগ্রেপ্তার চালিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না’

ফাইল ছবি

সারা দেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গণগ্রেপ্তার, জামিন বাতিল করে নেতা-কর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বুধবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান অবৈধ দখলদার সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি, সারা দেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের নির্মূলের অপচেষ্টা চালাচ্ছে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ জনগণের ম্যান্ডেড বিহীন এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গণগ্রেপ্তার চালিয়ে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। সরকারের সব হামলা, মামলা, নির্যাতনকে উপেক্ষা করে দেশের গণতন্ত্রকামী জনগণ অচিরেই রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে।

তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপি সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজিব খান, বিএনপি নেতা আবু হানিফ মেম্বার, ছাত্রদল নেতা কৌশিক আহমেদ রানা, ইমরান হোসেন, আরমান আলী, পিরোজপুরে গণমিছিলে হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্না, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনি, বিএনপি নেতা মমিনুল ইসলাম নানু, ছাত্রদল নেতা রানা শেখ, রুবেল শেখ, তাঁতীদল নেতা নুরুল ইসলাম শেখ, ছাত্রদল নেতা খালিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জালিস, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম এ্যানী, ঝিনাইদহ জেলায় আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা মাহাবুব খান হানিফ, তৈয়জ উদ্দিন, মো. আনিছুর রহমান প্রভাষক, তবিবুর রহমান, অলিউর রহমান, সানোয়ার হোসেন, রবিউল হোসেন, তোতা মিয়া, শাহ আলম, রমজান আলী, মঈন উদ্দিন, মনিরুল ইসলাম, ইদ্রিস আলী, ইব্রাহিম পারভেজ, তুহিন আকতার লাল, শফিক হোসেন, মনির হোসেন, রুস্তম আলী, জয়নাল হোসেন মেম্বার, আজিজুল ইসলাম, মতিয়ার রহমান, গোলাম রসুল, হানিফ মেম্বার, মৎস্যজীবী দল নেতা মো. আজাদ হোসেন বুলু, মো. রাসেল হোসেন, যুবদল নেতা রোকনুজ্জামান, ফিরোজ কবির, রিপন হোসেন, শফিকুল ইসলাম, তানজিল হোসেন, আলম আকতার, আরিফ হোসেন, শ্রমিকদল নেতা জামাল হোসেন, ছাত্রদল নেতা আশিক হোসেন, ঢাকা মহানগরের মিরপুর মডেল থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নবীর হোসেন, বাড্ডা থানা শ্রমিকদল সভাপতি নুর মোর্শেদ, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলা মৎস্যজীবী দল নেতা মোখলেছুর রহমান, সিরাজ মিয়া, ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি নেতা বজলুর রহমান, পাগলা থানা বিএনপি নেতা রইছ উদ্দিনকে গ্রেপ্তার করে মিথ্যা বানোয়াট ও গায়েবি মামলায় অসংখ্য নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স অবিলম্বে আটককৃত রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং বিনা কারণে বিএনপির গণতন্ত্রকামী নেতা-কর্মীদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও হয়রানি বন্ধের আহ্বান জানান।

এমএইচ/এসজি

Header Ad
Header Ad

সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন

সাভারে কাপড়ের কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে গোডাউনটিতে আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়দের তথ্য মতে, আগুন লাগার পর মুহূর্তেই তা গোডাউনটি পুরোপুরি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়লে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টা শেষে, সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় গুদামে থাকা কাপড় ও কার্টুন পুড়ে ছাই হয়ে গেছে। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও স্বামী আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

বিয়ের গুঞ্জন আর নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পন্ন হয় তাদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেহজাবিন নিজের ভেরিভায়েড ফেসবুক পেইজে বিয়ের কিছু ছবি প্রকাশ করেছেন।

ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ৯ এপ্রিল ২০১২- বাঁকা দাঁতের সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। তখন আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন। আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম, হাত মিলিয়ে ছিলাম। সেদিন তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও স্বামী আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

পোস্টে আরও লিখেছেন, ১৩ বছর পর, এখানে আমরা, একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি সাফল্য উদযাপন করছি এবং প্রতিটি বাধা অতিক্রম করছি। সবাই বলে, সাত বছরের বন্ধুত্ব জীবনভর থাকে—আমরা তা প্রায় দ্বিগুণ সময় কাটিয়ে ফেললাম। ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ, আমরা চিরকালের জন্য আমাদের সম্পর্ক বেঁধে ফেলেছি। একে অপরকে হাত ধরাধরি করে এই যাত্রা চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। এই নতুন অধ্যায় শুরু করার সময়, আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি, যাতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত থাকে সুখী ও একসঙ্গে কাটানোর।

এর আগে রোববার আয়োজন হয়েছিল তাদের গায়েহলুদের অনুষ্ঠান। আর এদিনের কিছু ছবি ফাঁস হতেই তোলপাড় সামাজিক মাধ্যম।

মেহজাবীন চৌধুরীর গায়েহলুদের অনুষ্ঠানে ছিল বেশকিছু বিধিনিষেধ। আমন্ত্রিত অতিথিরা তুলতে পারবেন না ছবি ও ভিডিও। কিন্তু এর মাঝেও ফাঁস হয়ে যায় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্ত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা যায় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্ত। এ সময় দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এ ছাড়াও তাদের সঙ্গে দেখা মেলে একটি ব্যান্ডদলের। বুঝতে বাকি নেই, নিজেদের বিয়েতে এই তারকা যুগল নাচে গানে বেশ মেতে উঠেছিলেন।

গায়ে হলুদের ফাঁস হওয়া ছবি। ছবি: সংগৃহীত

এর আগে রবিবার একই রিসোর্টে সম্পন্ন হয়েছে রাজীব ও মেহজাবিনের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ছবি তোলা এবং ভিডিও করা বারণ ছিল। এর জন্য মাইক্রোফোনে ঘোষণাও দেওয়া হয়।

গায়ে হলুদের আগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে রাজধানীর এক আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে রাজীব ও মেহজাবিনের আকদ বা আংটি বদলের অনুষ্ঠান হয়।

তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবিন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

Header Ad
Header Ad

রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি

রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রাণ ও বিভিন্ন সুবিধার আশায় কক্সবাজারের অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা পরিচয় গ্রহণ করেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তৈরির সময় এমন চিত্র সামনে এসেছে বলে জানান তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) চার কমিশনার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “আমরা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকানোর চেষ্টা করছি। কিন্তু অনেক স্থানীয় ব্যক্তি স্বেচ্ছায় রোহিঙ্গা পরিচয় নিয়েছে, শুধুমাত্র রিলিফ পাওয়ার জন্য। রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের বিয়ের ঘটনাও বাড়ছে। কোনো ক্ষেত্রে স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি বা উল্টোটা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য কাজ করছি। প্রায় ১৭ লাখ মৃত ব্যক্তি ভোটার তালিকায় ছিলেন। তারা যেন কবর থেকে ভোট দিয়েছেন! এটা আমাদের ধারণার বাইরে ছিল। এছাড়া ৩৬ লাখ যোগ্য নাগরিক এখনো ভোটার হতে পারেননি।”

সিইসি বলেন, সাংবাদিকদের সংগঠনে স্বচ্ছ নির্বাচন হয়, যেখানে কোনো অনিয়ম নেই। “যদি আমরা সাংবাদিকদের মতো নির্বাচন করতে পারতাম, তাহলে ভালো হতো। তাদের নির্বাচনে কারচুপি, অভিযোগ কিছুই থাকে না। আমরা চাই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে।”

নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান সিইসি এস এম এম নাসির উদ্দিন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন
বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী
রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)
আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী(ভিডিও)
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা