আন্দোলনের ডাক এলেই মহাসড়ক অবরোধের নির্দেশ লুনার
আন্দোলনের ডাক এলেই সকল নেতাকর্মীকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা।
তিনি সকল নেতাকর্মীকে তৈরি থাকার আহ্বান জানিয়ে বলেছেন, 'মৃত্যুকে ভয় করে ঘরে বসে থাকলে হবে না। আন্দোলনের ডাক আসার সঙ্গে সঙ্গে সকল পর্যায়ের নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়ক বন্ধ করে দিবেন।'
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি' দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, 'কিছুদিনের মধ্যে মহা আন্দোলন শুরু হবে। অবৈধ সরকারের বিরুদ্ধে আগামি যে আন্দোলন আসছে তাতে সকলকে এগিয়ে আসতে হবে।'
এ সময় লুনা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আওয়ামী লীগের চুনোপুটিরা বিদেশে চিকিৎসার জন্য গেলেও বিএনপির নেত্রী সাবেক রাষ্ট্র প্রধান বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না সরকার।’
সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করে বলেন, 'দেশে মানুষের কথা বলার অধিকার নাই, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা র্যাব দিয়ে মানুষ হত্যা ও বিএনপি নেতাদের গুম করে মানবাধিকার লঙ্গন করেছে।'
সম্মেলনে বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক তালেব আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা আহমদ নুর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন প্রমুখ।
এসইউ/এএন