ছাত্রলীগের সম্মেলন: বাহারি রঙের পোশাকে সেজেছে কর্মীরা
দীর্ঘ চার বছর পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে বাহারি রঙের পোশাক পরিচ্ছদে সেজেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয় ছাত্রলীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা। সমাবেশস্থল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, বাহারি রঙের পোশাকে এসেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শুধু রাজধানী না, দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে তৃণমূল পর্যায় থেকে ছাত্রলীগের জাতীয় সম্মেলন সফল করতে এসেছেন নেতা-কর্মীরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে আগত ছাত্রলীগের সব নেতা-কর্মীরাই সমাবেশে এসেছেন এক পোশাকে। বেশ কয়েকজন নেতা-কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, আজ আমাদের উৎসবের দিনের মত। তাই সবাই লাল টুপি আর সবুজ গেঞ্জি পরে এসেছি।
এদিকে বাগেরহাট জেলা থেকে আগত নেতা-কর্মীরা এসেছেন। সবুজ রঙের টি-শার্ট পরা নাহিদ জানান, সম্মেলনের আমেজ যেন সবার মাঝে সমান বজায় থাকে। তাই একই রঙের পোশাকে এসেছি সবাই।
বেশ কয়েকজন নারী নেতা-কর্মীরাও সেজেছে একই পোশাকে। সবুজ শাড়ি পরে, আসা নারীরা জানায়, সম্মেলন উদযাপন করতে আমরা একই পোশাকে সমাবেশে এসেছি। এক নজরের দেশনেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য, তার দিক নির্দেশনা মোতাবেক সামনের দিকে এগোতে চাই। সেজন্যই সবাই আমরা এভাবে এসেছি।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতের পর দলীয় সংগীতের পরিবেশনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।
৩০তম সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের শীর্ষ ২ পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৪ জন। তাদের মধ্যে ৯৬ জন সভাপতি ও ১৫৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী।
আরএ/