খালেদা জিয়াকে নিয়ে সরকারের আচরণ অবৈধ: ববি হাজ্জাজ
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার উত্তেজনা সৃষ্টি করছে। এমন অভিযোগ করে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
রবিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের আচরণ অবৈধ এবং আইন পরিপন্থী। সরকারের নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত রয়েছে। সভা-সমাবেশে অংশ নিলে তাকে আবার কারাগারে পাঠানো হবে বলে সরকারের উচ্চ পর্যায় থেকে যেসব বক্তব্য আসছে তার আইনগত কোনও ভিত্তি নেই। মন্ত্রীদের এসব মন্তব্য দেশের বিচার ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে।
বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শীর্ষ নেতাদের হুমকি-ধমকি জনমনে আতঙ্ক তৈরি করছে এবং রাজনৈতিক মহলে অহেতুক উত্তাপ ছড়াচ্ছে। সমাবেশের আগে যুবদলের সভাপতিসহ বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার এবং গায়েবি মামলা দায়ের করে সরকার ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে। এনডিএম সব সময় অবাধ সভা-সমাবেশের নিশ্চয়তা চেয়ে আন্দোলন করে আসছে।
বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই ধারাবাহিকভাবে সব বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন করছে। সরকারকে সতর্ক করে আমরা বলতে চাই-প্রশাসন এবং দলীয় ক্যাডার বাহিনী ব্যবহার করে রাজনীতির পথকে অমসৃণ করে তুলবেন না। অন্যথায় আপনাদের থেকেও বড় কোনও শক্তির কাছে নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে অচিরেই বিসর্জন দিতে হবে। এনডিএম রাজনৈতিক সহাবস্থান, অবাধ সভা-সমাবেশের নিশ্চয়তা এবং মত প্রকাশের স্বাধীনতা চায়।
এসআইএইচ