আওয়ামী লীগের দুর্গে বড় জমায়েতে প্রস্তুত বিএনপি
আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত ফরিদপুরে বিশাল জনসমাবেশ করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
শনিবার (১২ নভেম্বর) দুপুর দুইটায় ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউশন মাঠে জনসমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে. পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন বাধা উপেক্ষা করে গণসমাবেশ সফল করতে ৩৬ ঘণ্টার আগে থেকেই ফরিদপুর ও তার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জেলার আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এসে জড়ো হয়েছেন।
সমাবেশ স্থলেই বিভিন্ন জেলা থেকে তারা উৎসবমুখর পরিবেশে খাওয়া-দাওয়া ও খোলা আকাশের নিচে রাতযাপন করেন।
ফরিদপুরসহ নিকটের জেলা-উপজেলা থেকে শনিবার ভোর থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশস্থলে এসে জড়ো হতে শুরু করেছে। প্রতিটি এলাকার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতাদের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে সমাবেশে উপস্থিত থাকতে কেন্দ্র থেকে আগেই নির্দেশ দেওয়া হয়। সবকিছু মিলিয়ে আজ আওয়ামী লীগের ঘাঁটি বলে খ্যাত ফরিদপুরে বিএনপি ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, শরীয়তপুর ও মাদারীপুর এই ৫টি জেলা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। ভোটের হিসেবেও এ অঞ্চলে আওয়ামী লীগের পাল্লা সবচেয়ে ভারি। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই ঘাঁটিতে ভোটব্যাংক বাড়াতে এবার পরিকল্পিতভাবে বৃহত্তর সমাবেশ করে শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
এদিকে, এবারও সমাবেশের আগে শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট ও বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে পরিবহন ধর্মঘট ডাকা হয়। যদিও মহাসড়কে থ্রি হুইলারের বিভিন্ন যান চলতে দেখা গেছে। কিন্তু মালিক-শ্রমিক পক্ষের কাউকেই এসব যান চলাচলে বাধা প্রদান করতে দেখা যায়নি।
এদিকে, পরিবহন ধর্মঘট উপেক্ষা করেই শুক্রবার দিনভর বিভিন্ন এলাকা থেকে অটোরিক্শা, ভ্যান, মোটরসাইকেল ও হেঁটে সমাবেশ স্থলে আসেন বিএনপির অনেক নেতা-কর্মী ও সমর্থক। সেখনে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।
বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশগুলোতে যেভাবে বাধা দেওয়া হয়েছে ফরিদপুরেও তার ব্যতিক্রম হবে না এমনটি মাথায় রেখেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা।
এমএমএ/