হাজারীবাগে বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে পীর চরমোনাইর অর্থ সহায়তা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই’র পক্ষ থেকে রাজধানীর হাজারীবাগ থানার কালুনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে যান দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
তিনি ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর দুঃখ দুর্দশার কথা শোনেন এবং ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা প্রদান করেন। এ সময় পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগর আর্থিক সহায়তা প্রদান করেন।
এ ছাড়া, ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম আগুন লাগার সঙ্গে কালুনগর বস্তিতে ছুটে যান এবং আগুন নিভাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এ স্বচ্ছাসেবক টিম বস্তিবাসীর সমস্যা দূর না হওয়া পর্যন্ত তাদের পাশে থেকে কাজ চালিয়ে যাবে।
এ সময় তার সঙ্গে ছিলের দলের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, হাজারীবাগ থানা সভাপতি হাজী আব্দুল হাই, আব্দুল্লাহ আলফাজ, শ্রমিকনেতা শামসুদ্দিন প্রমুখ।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, হাজারীবাগ কালুনগর ক্ষতিগ্রস্ত বস্তিবাসী পরিবারের ঘর-বাড়ী পুননির্মাণ, আহতদের উন্নত চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে। সেইসঙ্গে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় যেকোনো বিপদ-আপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও থাকবে।
কর্মসূচি
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯.৩০মি. রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। বক্তব্য রাখবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
এ ছাড়া, কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
এমএমএ/