ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর সঙ্গে আছি ইনশাল্লাহ থাকবো: সম্রাট
জামিনে মুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আছি ইনশাল্লাহ থাকবো। যেকোনো অপ্রিতিকর ঘটনা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।
শুক্রবার (২৬ আগস্ট) হাসপাতাল ছেড়ে সরাসরি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় যুবলীগ নেতা সম্রাট বলেন, প্রধানমন্ত্রী তার অভিভাবক আমি তার কর্মী। আমি তার সঙ্গে আছি এবং থাকব।
এ বিষয়ে সম্রাট মুঠোফোনে ঢাকাপ্রকাশ-কে বলেন, আমি সরাসরি হসপিটাল থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি যাই, এখন সেখান থেকে বাসায় চলে আসছি।
জুমার নামাজের পর সম্রাট বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার পরনে ছিল শোকের কালো পোশাক। পুষ্পস্তবক অর্পণকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, গত সোমবার সর্বশেষ এক মামলায় জামিন পান সম্রাট। এর আগে আরও তিন মামলায় জামিনে ছিলেন। ফলে ওই দিন মুক্তি পান বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন সম্রাট। নেতাকর্মীরা তার হাসপাতাল ছাড়ার অপেক্ষায় ছিলেন। অসুস্থ থাকায় তাকে দু-তিন অপেক্ষা করতে হয় হাসপাতালের ছাড়পত্রের জন্য। অবশেষে বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে বিএসএমএমইউর কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. রসুল আমিন (শিপন) বলেন, ‘গতকালই (বুহস্পতিবার) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তবে, তিনি আজ দুপুরের দিকে হাসপাতাল ছেড়েছেন।’
কেএম/এএস