জনসভায় ঢাকাবাসীকে আমন্ত্রণ জানাল বিএনপি
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা জনসভায় দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঢাকাবাসীকেও যোগদান করার আমন্ত্রণ জানিয়েছে দলটি।
বুধবার (১০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।
রিজভী বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়েছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জনসভা হবে ঐতিহাসিক জনসভা। তাই দলের সব পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকাবাসীকে জনসভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’
রিজভী বলেন, দেশ দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে অথচ বর্তমান অনির্বাচিত সরকার গদি টিকিয়ে রাখতে লুকোচুরি করে যাচ্ছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি অতি ভয়াবহ, বিরাজমান নজীরবিহীন দুর্নীতি। মানুষ প্রতিনিয়ত নিত্য নতুন সংকটে পতিত হচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভার সর্বক্ষেত্রে দেখা দিচ্ছে।
আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই, রাজপথে আসুন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনায় ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘এত কথা বললেন অথচ জনগণের সঙ্গে আওয়ামী লীগ কিভাবে বিশ্বাসঘাতকতা করে সেটা বলেননি। কারণ ‘চুরিতন্ত্র হচ্ছে আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রদর্শন। মিথ্যা বলাই আওয়ামী লীগের জীবিকা উপার্জনের একমাত্র পন্থা। লুটেরা সরকার আর তার দোসরদের অর্থ এবং ক্ষমতা লিপ্সার কারণে দেশ আজ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের চেতনায় রাঙিয়ে তাদের দিয়ে নুরে আলম ও আব্দুর রহিমসহ বিএনপি নেতাকর্মীদের পাখির মতো গুলি করে মারছেন, তার উপর আবার ‘আঙ্গুল চোষার’ কথা বলে বড়াই করছেন। স্বাধীনতার পর থেকে আপনাদের কারণেই স্থিতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠেনি। যখনই ক্ষমতায় এসেছেন তখনই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। সেই কারণেই আপনাদের পতনের পর কেউই আপনাদের জন্য হা-হুতাশ করে না। এবারও আপনাদের সরকারের আসন্ন পতনে মানুষ উল্লাস করবে। ওবায়দুল কাদের সাহেবরা ‘ননসেন্স বক্তৃতা’য় অত্যন্ত পারঙ্গম।’
প্রধানমন্ত্রীর হাতে ভিক্ষার থালা শব্দচয়ন করে রিজভী বলেন, ‘চলমান সংকট সমাধানে সরকার উপায় খুঁজে পাচ্ছে না। প্রধানমন্ত্রীকে তার দলের নেতাকর্মী, সরকারের মন্ত্রী-এমপি বলে থাকেন, উনি (প্রধানমন্ত্রী) উন্নয়নের রোল মডেল। অথচ বর্তমানে সেই উন্নয়নের রোল মডেলের হাতে ভিক্ষার থালা। তিনি তার পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বিশ্বব্যাংক-আইএমএফ এর কাছে ভিক্ষাঝুলি নিয়ে দুয়ারে দুয়ারে পাঠাচ্ছেন।’
সংবাদ সম্মেলনে উপিস্থত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুস সালাম আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব প্রমুখ।
এমএইচ/আরএ/