‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ’
করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষ সংকট কাটিয়ে ওঠার আগেই বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য হ্রাসের প্রেক্ষাপটে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনদুর্ভোগ লাগব করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।
সোমবার (৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বলেন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কৃষি ও শ্রমজীবী মানুষ যখন দৈনন্দিন চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে তখন ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে অস্বাভাবিক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সকলস্তরের মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে।
তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের অবহেলিত কৃষিজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে কৃষি কাজে নিরুৎসাহিত হবে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পরিবহনের ভাড়া বৃদ্ধির নামে চাঁদাবাজি আরও বৃদ্ধি পাবে। এতে দারিদ্র্য মানুষের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।’
দেশের মানুষের সমস্যা ও সংকটের কথা মাথায় রেখে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনদুর্ভোগ লাগবে পদক্ষেপ নিতে তিনি সরকারের প্রতি দাবি জানান তিনি।
এমএইচ/এমএমএ/