বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আলমগীরের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবতার ধর্ম। ইসলামে সকলেই নিরাপদ।
তিনি বলেন, ‘এখানে হিংসা বিদ্বেষ,পরশ্রীকাতরতার সুযোগ নেই। আজীবন ইসলামের বাইরে থাকা মানুষও যদি আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে, ইসলাম তার নিরাপত্তার জন্য যথেষ্ট।’
পীর চরমোনাই বলেন, আজ বিশ্বব্যাপী যে অশান্তির আগুন জ্বলছে তা একমাত্র ইসলামবিমুখতার কারণে। মানুষ যদি ইসলামকে জীবনের সকলক্ষেত্রে অনুসরণ অনুকরণ করে তাহলে এখানে অশান্তি থাকতে পারে না। পীর সাহেব চরমোনাই বলেন, কেননা ইসলাম দুনিয়া এসেছে শান্তির জন্য, কল্যাণের জন্য। এজন্য আমরা যদি দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি চাই তাহলে সকলকে ইসলামের ছায়াতলে ফিরে আসতে হবে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে দলের আদর্শ এবং নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবিএম)এর একাংশের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জনাব আলমগীর হোসেন সিপিবি থেকে পদত্যাগ করে দলের আমির পীর চরমোনাইয়ের হাতে সদস্য ফরম পুরণের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আমীর হযরত পীর সাহেব এসব কথা বলেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএমএ/