এই সরকার খুনি সরকার: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই সরকার খুনি সরকার। তারা জনগণের যৌক্তিক আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। স্বেচ্ছাসেবক দলের নেতার পর ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মারা গেলেন এই নিষ্ঠুর সরকারের হাতে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে তারা দানবে পরিণত হয়েছে। চা খাওয়ানোর কথা বলে তারা গুলি করে মানুষ মারছে। খুনি সরকারের এক মূহুর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই।’
সরকারের উদ্দেশ্যে মান্না বলেন, ‘প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে। প্রত্যেকটা লাশের হিসাব নেওয়া হবে। সময় ফুরিয়ে আসছে। পালানোর কোন পথ নেই। সব হিসাব চুকানো হবে। হত্যার দায় স্বীকার করে এই মূহুর্তে পদত্যাগ করুন। অন্যথায় জনগণ আপনাদের টেনে হিঁচড়ে নামাবে। সেদিন জনতার আদালতে আপনাদের বিচার হবে। এই দেশের জনগণ ইনসাফ আদায় করে ছাড়বে।’
বুধবার (৩ আগস্ট) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এর মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানান নাগরিক ঐক্যের সভাপতি।
বিএনপি এবং তাদের সকল সহযোগী সংগঠন সহ অন্যান্য সকল বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান ডাকসুর সাবেক এই দুইবারের ভিপি।
তিনি বলেন, ‘কালক্ষেপণের কোন সুযোগ নেই। ভোট ডাকাত অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনি সময়। ফ্যাসিবাদী সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’
পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রুহের মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মান্না বলেন, ‘একথা স্পষ্ট যে এই সরকারের হাতে দেশের মানুষের জীবন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়। দেশকে এই অমানুষদের হাত থেকে বাঁচাতে হবে।’
এমএইচ/এএস