লোডশেডিং না দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের
আসন্ন এসএসসি ও দাখিল এবং এইচএসসি ও আলিম সমমান পরীক্ষাসহ ও বিভিন্ন শ্রেণির ফাইনাল পরীক্ষার বিষয়টি মাথায় রেখে লোডশেডিংয়ের বিবেচনার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে পরীক্ষার প্রস্তুতির এই সময়ে কমপক্ষে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত আবাসিক এলাকার বিদ্যুৎ গ্রাহকদের লোডশেডিং না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ‘সামনে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা বর্ষের ৭ মাস অতিবাহিত হয়েছে। বাকি ৪/৫ মাস সময়ে সিলেবাস সম্পন্ন করতে তাগাদা রয়েছে। এ পরিস্থিতিতে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত লোডশেডিং দেওয়া হলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রস্তুতিতে সমস্যা হয়। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে উল্লেখিত সময়ে আবাসিক এলাকায় লোডশেডিং না দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
শহিদুল ইসলাম কবির বলেন, আশাকরি শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন ভাবে লেখাপড়া করার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টরা পদক্ষেপ গ্রহণ করবেন।
এনএইচবি/এমএমএ/