জয়নাল হাজারীর দাফন হবে মুজিব উদ্যানে
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শহরের মাস্টার পাড়ায় হাজারীর মুজিব উদ্যানে অতীতের সব বিভেদ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড় জমেছে। এখানেই আগামীকাল বিকালে দাফন করা হবে জয়নাল হাজারীকে।
সোমবার রাতে হাজারীর বাড়িতে যান ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহমদ, আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু, দিদারুল কবির রতন, মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, রফিকুল ইসলাম খোকনসহ নেতাকর্মীরা।
নিজাম হাজারী বলেন, ‘জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনীবাসী শোকাহত। আমি ব্যক্তিগতভাবেও শোকার্ত। তিনি রাজনৈতিক নেতা ছাড়াও আমাদের পারিবারিক অভিভাবক ছিলেন। তিনি এই অঞ্চলে আওয়ামী লীগের প্রবীণ নেতা। তার মৃত্যুতে আমাদের মাঝে শূন্যতা সৃষ্টি হয়েছে। জেলা আওয়ামী লীগ তিন দিনের শোকপ্রস্তাব গ্রহণ করেছে।’
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে মুজিব উদ্যানে দাফন করা হবে। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, মুজিব উদ্যানে দাফন করার জন্য।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহমদ বলেন, ‘জয়নাল হাজারীর অবদান বলে শেষ করা যাবে না। তিনি আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিলেন। তিনি দলের সঙ্গে কখনও বেইমানি করেননি, পুরো জীবন দলের জন্য লড়ে গেছেন।’
এএএম/এএন