সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গণতন্ত্র মঞ্চের সরকার পতন আন্দোলনের রূপরেখা ২৮ জুলাই

নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের ভারসাম্য, নির্বাচন, দেশের আর্থ সামাজিক-রাজনৈতিক সংকট উত্তরণসহ বেশ কিছু ইস্যুতে দাবি আদায়ে জোটবদ্ধ হয়েছে সরকারবিরোধী সাতটি রাজনৈতিক দল। ‘গণতন্ত্র মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছেন এই জোটের নেতারা। আগামী ২৮ জুলাই এই জোটের পক্ষ থেকে একটি রুপরেখা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে।

নতুন এই জোটে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যদিও ওই সাতটি রাজনৈতিক দলের মধ্যে জেএসডি ছাড়া কারো নিবন্ধন নেই। এই নিয়েও রাজনৈতিক অঙ্গণে চলছে নানা গুঞ্জন।

কারণ আ স ম আবদুর রবের জেএসডি ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামের ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়ে তোলা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল। জাতীয় ঐক্যফ্রন্ট বর্তমানে বিলুপ্ত। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সম্প্রতি নিজেই বলেছেন ‘জাতীয় ঐক্যফ্রন্ট অকার্যকর, এটি আর নেই'।

এছাড়া যে সাতটি রাজনৈতিক দল এই জোট গঠন করেছে এদের মধ্যে চারটি দল বিএনপির পুরনো মিত্র। আর দু'টি দল নতুন মিত্র। ফলে বিএনপি যে মুহূর্তে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে, ঠিক তখনই এই মঞ্চ নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে মনে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জোট সম্পর্ক জানতে চাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা মনে করি সাংবিধানিকভাবে কিছু প্রস্তাব তুলে ধরা দরকার। সংবিধানের ৭/৮ টি সংশোধনী তুলে ধরে গণতন্ত্র মঞ্চের রুপরেখা প্রকাশ করা হবে। যার মধ্যে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের ভারসাম্য, অর্থাৎ বিচার বিভাগের ক্ষমতা কমানো, নির্বাচন ও নির্বাচনের প্রস্ততির বিষয়েও প্রস্তাবনা থাকবে। সামগ্রিকভাবে দেশে আর্থ সামাজিক-রাজনৈতিক সংকট উত্তরণে কিছু দিকনির্দেশনামূলক দাবি থাকবে। সরকার ও সরকারি দলের দম্ভ আর একগুঁয়েমি মনোভাব দেশকে মহাবিপদে ঠেলে দিচ্ছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দমন করে শাসন করার কৌশল নিয়েছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়েছে। তাদের যেনতেন ভাবে ক্ষমতা টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে। এর থেকে মুক্তি পেতে এই সরকারকে বিদায় করা সময়ের দাবি।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের গৃহীত সিদ্ধান্তের প্রতি কোনো রাজনৈতিক দল ও সংগঠন যদি সহমত পোষন করে জোটবদ্ধ হতে চায় তাহলে সেই বিষয়েও সুযোগ থাকছে। মূলত একটা যুগপৎ আন্দোলনের ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা রাজপথে আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব। এমনকি ইসলামী দলগুলোর প্রতিও আহ্বান থাকবে। তারা যদি রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলনে শরিক হতে চায় তাদেরকে সঙ্গে নিয়েও যুগপৎভাবে অগ্রসর হওয়া যেতে পারে। জোর করে ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে। আরেকটি ব্যর্থ নির্বাচনের বোঝা দেশের মানুষ বহন করতে পারবে না। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে গণতন্ত্র মঞ্চ।

খোঁজ নিয়ে জানা যায়, সমামনা দলগুলো বিএনপির দাবিগুলোর সঙ্গে একমত হলেও এখনই বৃহত্তর ঐক্য হচ্ছে না। সবাই অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে আগ্রহী। তাই কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তোলাই যুক্তিযুক্ত বলছেন নেতারা। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে একটি ফর্মুলা দেওয়া হয়েছে। সেভাবে দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে যাচ্ছে। তবে আন্দোলন কর্মসূচির অবস্থান এখনো চূড়ান্ত রূপ পাচ্ছে না। শুরুতে যার যার অবস্থান থেকে আন্দোলন করা হবে। পরবর্তীতে আন্দোলন দানা বাঁধলে প্রয়োজন হলে এক মঞ্চে আসা যাবে। এরশাদ বিরোধী আন্দোলনকে এখানে বিবেচনায় রাখছেন নেতারা। তাদের কাছে এই মুহুর্তে এটাই সঠিক পন্থা হবে।

এদিকে গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকজন নেতা জানান, জোটের ভিত্তি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে রূপরেখা তুলে ধরার পর ধীরে ধীরে ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার কৌশল নিচ্ছেন। সেই পরিকল্পনায় মাঠে কর্মসূচি নিয়ে নামার আগে কিছুটা সময় নিতে চান দলটির নেতারা। সরকারবিরোধী সকল রাজনৈতিক দল, সংগঠন ও দেশ প্রেমিকদের জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। জোটের ভিত্তিতে একমত হলে নতুন করে জোটে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতান্ত্রিক আন্দোলনে অতীতে অনেক জোট হয়েছে এবারও হচ্ছে। জোটের যেমন ব্যর্থতা আছে তেমনি সফলতাও কিন্তু কম নয়। সেক্ষেত্রে এবার ‘গণতন্ত্র মঞ্চ’ দাবি আদায়ে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা যদি শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্তে অটুট থাকতে পারি তাহলে একটি কাঙ্খিত ফলাফল আসবেই।

তিনি বলেন, গণতন্ত্রে যদি তিনি (প্রধানমন্ত্রী) ফিরতে চান, তাহলে প্রথম পদক্ষেপ হতে হবে বিতর্কিত নির্বাচন থেকে সরে আসা ৷ অর্থাৎ এই সংসদ ভেঙে দেওয়া, পদত্যাগ করা এবং ভালো একটি নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করা। তবেই রাজনৈতিক দলগুলোর তাঁর প্রতি আস্থা ফিরে আসতে পারে৷

জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘গণতন্ত্র মঞ্চ’ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অভিযাত্রা শুরু করেছে। এ মঞ্চ আগামী দিনে গণজাগরণ ও গণঅভ্যুত্থানের সম্ভাবনাকেই অনিবার্য করে তুলবে।

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ঢাকাপ্রকাশ-কে বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয়। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি বলেন, বিএনপি জোট, সাত দলের গণতান্ত্রিক মঞ্চ স্ব স্ব অবস্থানে থেকে পৃথকভাবে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, গণতন্ত্র মঞ্চের কার্যক্রম শুরুর আগেই সরকার ভয় পেয়ে হামলা শুরু করে দিয়েছে। ভয়ভীতি তৈরি করে এই সরকার ক্ষমতায় থাকতে চায় বলে তারা প্রতিনিয়ত সহিংসতা করছে। ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা চালাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু এভাবে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আন্দোলনের মাধ্যমে জনগণকে সংগঠিত করে মসনদের পতন ঘটাবে গণতন্ত্র মঞ্চ।

স্বাধীনতা বিরোধী কেউ আসতে চাইলে তাদের নেওয়া হবে কি-না জানতে চাইলে নুর বলেন, স্বাধীনতার ৫০ বছর পর স্বাধীনতা বিরোধী বলে আর বিভেদ তৈরি করা যাবে না। তারপরও মুক্তিযুদ্ধের স্পিরিটের সঙ্গে যাদের রাজনীতি সাংঘর্ষিক তাদের আমরা এই জোটে নেব না।

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ঢাকাপ্রকাশ-কে বলেন, এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথ আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্রণ মঞ্চ খুব শিগগিরই একটি রুপরেখা দেশবাসীর সামনে তুলে ধরবে।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন একটি ২০ দলীয় জোট আছে, ইসলামী দলগুলো জোটবদ্ধ হচ্ছে, আমরাও গণতন্ত্র মঞ্চ একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে যাচ্ছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলতে কৌশল নির্ধারণ পরিকল্পনার ছক আকছে। উদ্দেশ্য সরকারকে পদত্যাগে বাধ্য করতে একটি যুগপৎ আন্দোলন গড়ে তোলা। আশা করছি সম্মিলিত প্রচেষ্টায় সেই আন্দোলন সফলতার মুখ দেখবে।

এই জোট সম্পর্ক এনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকাপ্রকাশ-কে বলেন, শুধু মাত্র বিএনপি নয়, বর্তমান সরকার ও সরকার প্রধানের ওপর দেশের কোনো রাজনৈতিক দল, দেশপ্রেমিক, সংগঠন কিংবা জনগণ কারো কোনো আস্থা নেই। ক্ষমতাসীনদের কথা ও দলের মধ্যে গণতন্ত্রের ছিটোফোটা নেই। যেখানে মানুষ কথা বলতে পারে না, আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে, অনিয়ম ও দুর্নীতির জবাবদিহিতা নেই, আইনের শাসন নেই সেখানে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। আগামীতেও ক্ষমতা দখলে রেখে ক্ষমতায় ফিরতে চাচ্ছে সেই মুহুর্তে রাজনৈতিক দলগুলোর সরকারবিরোধী জোটে কিছুটা হলেও আশার প্রতিফলন দেখতে পাচ্ছি।

এদিকে নতুন এই রাজনৈতিক জোটকে কিভাবে দেখছে আওয়ামী লীগ? এমন প্রশ্নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, নতুন যে কোনো রাজনৈতিক জোটকে আমরা স্বাগত জানাই। গণতান্ত্রিক দেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে কারও রাজনীতি করার অধিকার আছে। কিন্তু যারা এই জোট করছে তারা আগেও তো এমন জোট করে স্বাধীনতা বিরোধী শক্তিকে সুযোগ দিয়েছে।

এমএইচ/এএস

Header Ad

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম পর্বে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। তবে অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠেছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীতই থাকলেন গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো দ্য ফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের গত আসরে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো আসরে খেলতে না পারলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর এমন পারফরম্যান্সের পরও ভাবা হচ্ছিল দল পেতে যাচ্ছেন এই পেসার।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে খেলেন ৫৭টি ম্যাচ। বল হাতে নিয়েছেন ৬১ উইকেট। সেরা মৌসুম কাটিয়েছেন ২০১৬ সালে। সেসময় ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতেন তিনি।

Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার। ছবি: সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গাইল সদর থানায় তার ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

Header Ad

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়। ছবি: ঢাকাপ্রকাশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট থাকছে বেশ।

নওগাঁ সবজি উৎপাদনে বৃহৎ জেলা। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হয় দেশের বিভিন্ন বাজারে।

চাষিরা বলছেন, শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।

অন্যদিকে শীত আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার