'যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে'
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনে বিএনপি যাবে যদি শেখ হাসিনা না থাকে। শেখ হাসিনাকে রেখে দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’
সোমবার (৪ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘দেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘যে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একজন বিনা ভোটের সংসদ সদস্যকে সামাল দিতে পারে না সেই কমিশন জাতীয় নির্বাচনে ৩০০ জন ভোট ডাকাতকে কীভাবে সামলাবেন?’
সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ নামধারীদের হামলা এবং ফেনী, সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণ কার্যক্রমে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা আব্বাস।
বিএনপি গুন্ডামি করে না, সন্ত্রাসী করে না। কিন্তু যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত করতে দ্বিধা করে না বলেও হুঁশিয়ারি দেন সাবেক এই মন্ত্রী।
সম্মেলনে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম কবীর, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন সরদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন মাইনু আলোচানার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
এমএইচ/এসজি/