জাতীয় পার্টি এলোমেলো হয়ে গেছে: রওশন এরশাদ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের অনুপস্থিতি তার দলকে ছিন্নভিন্ন করে দিয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
তিনি বলেন, ‘আজ পল্লীবন্ধু এরশাদ নেই। উনি থাকলে পার্টি অন্যরকম হতো। উনি নেই, তাই জাতীয় পার্টি আজ এলোমেলো হয়ে গেছে।’
শনিবার (২ জুলাই) ঢাকার একটি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় নিজের অসুস্থতার কথাও তুলে ধরেন তিনি।
রওশন এরশাদ বলেন, ‘দীর্ঘ ছয় মাস আমি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পার্টির কেউ খোঁজ নেয়নি আমার। আমি সবার খোঁজ নিয়েছি। তবে সম্প্রতি দল থেকে যারা বহিষ্কৃত হয়েছেন তারা খোঁজ নিয়েছেন।
ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন থাকার পর গত বছর সিঙ্গাপুরে গিয়েছিলেন ৮০ বছর বয়সী রওশন। সাত মাস পর দেশে ফিরে বৃহস্পতিবার (৩০ জুন) সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পর শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আসেন তিনি।
তার অনুপস্থিতিতে যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের দলে ফেরানোর ইঙ্গিত দিয়ে রওশন এরশাদ বলেন, ‘যাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদেরকে ফিরিয়ে নিতে হবে। যারা চলে গেছে, তাদেরকেও ফিরিয়ে আনতে হবে। নতুবা আমরা অনেক পিছিয়ে যাব।’
তাছাড়া নতুন প্রজন্মকে দলে আনতে হবে। এইচ এম এরশাদের হাতে গড়া দলকে আওয়ামী লীগ ও বিএনপির সমক্ষক বানাতে হবে। তানাহলে রাজনীতির মাঠে টিকে থাকা যাবে না। পার্টি শক্তিশালী করার প্রয়োজনে যা যা করার দরকার তাই করব। এরশাদ তিলে তিলে এই দলটা গড়েছেন। সকলকে নিয়েই কাজ করতে হবে। বিমানবন্দরে আমি আসার দিন এত মানুষ আমাকে যে অভ্যর্থনা জানিয়েছে, তা দেখে আমার দু'চোখে জল এসে এসে গেছে যোগ করেন রওশন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মিলন,দেলোয়ার হোসেন খান, জিয়াউল হক মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু।
রাহগীর আল মাহি (সাদ এরশাদ), রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হবি, হাবিবুল্লাহ বেলালী, সভাপতমিণ্ডলীর সাবেক সদস্য এমএ সাত্তার সভায় উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/এএস