বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়াতে ব্যর্থ সরকার: আমান উল্লাহ
সরকার পদ্মা সেতুর উদ্বোধনীতে কোটি কোটি টাকা খরচ করেছে আর বন্যার্তদের ত্রাণের টাকা লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
বুধবার (২৯ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ বিষয়ক এক জরুরি সভা শেষে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেছেন, দেশ যখন বন্যায় ভাসছে তখন অনির্বাচিত সরকার আলোকসজ্জার নামে কোটি কোটি টাকা খরচ করেছে, আনন্দ উল্লাস করেছে। পদ্মা সেতু উদ্বোধনের নামে প্রায় সাড়ে ৯ কোটি টাকা খরচ করেছে। অথচ ত্রাণের নামে তারা লুটপাট করছে। কিন্তু অতীতের মতো বিএনপি জনগণের দল হিসেবে জনগণের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘এই সরকার অবৈধভাবে আগের রাতে ভোট করে ক্ষমতায় এসেছে। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। ফলে বন্যাকবলিত জনগণের পাশে তারা দাঁড়াচ্ছে না। তারা ২০১৪ সাল ও ২০১৮ সালের মতো নির্বাচনের পাঁয়তারা করছে। অথচ বন্যাকবলিত মানুষের পাশে যখন বিএনপি ছুটে যাচ্ছে প্রতিটি জায়গায় জনগণ বলছে সরকারের পক্ষ থেকে তারা কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন না।’
আমান উল্লাহ বলেন, জনগণ আজকে সিদ্ধান্ত নিয়েছে যে, এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আগামীতে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে; যে নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তাহলেই জনগণের প্রতি সেই সরকারের জবাবদিহি ও দায়বদ্ধতা থাকবে।
তিনি বলেন, ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয়, আরও ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালাতে তারেক রহমানের নির্দেশে এই জরুরি সভা করা হচ্ছে। ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতা-কর্মীদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কমিটির এই জরুরি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সাবেক এই ছাত্রনেতা বলেন, ত্রাণ নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্ব সরকারের অথচ তারা ত্রাণ নিয়ে জনগণের পাশে দাঁড়াতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গুম-খুন-হত্যা নিয়ে ব্যস্ত সরকার। তাই এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পাচ্ছেন না বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
এমএইচ/এসএন