বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়তায় পদ্মা সেতু: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাস্তব রূপ নেওয়া পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়াবে। আমি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত।
শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে সাড়ে ৩ হাজার অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে আমন্ত্রিত হয়ে এসেছিলেন কাদের সিদ্দিকী।
তিনি বলেন, পদ্মা সেতু কোনো ব্যক্তিগত সম্পদ নয়, জাতীয় সম্পদ। বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়তায় এটা তৈরি হয়েছে। এখন বিশ্বের আদালতেও আমাদের সম্মান বাড়বে। দেশে আমরা কিছু করতে পারি, এটা মানুষ বুঝতে পেরেছে। তাদের মনোবল আরও বাড়বে।
কাদের সিদ্দিকী বলেন, যেদিন দেশ স্বাধীন হয়ে ছিল, একমাত্র বাঙালি হিসেবে আমি নিয়াজীর (মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের অধিনায়ক) সামনে গিয়ে ছিলাম। সেটা আমার সৌভাগ্য ছিল। আজ বহু আকাঙ্ক্ষার পদ্মা সেতুর উদ্বোধনে আসতে পেরেছি। এটাও আমার জন্য সৌভাগ্যের।
এসএন