খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে বললেন প্রধানমন্ত্রী
খালেদা জিয়া পদ্মা সেতু কার্যক্রম বন্ধ করে দিয়ে ছিলেন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়াকে বলব আসুন, দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কি না?
শনিবার (২৫ জুন) মাদারীপুরের শিবচর কাঠালবাড়ি জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ বসে থাকে না, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করব, অনেকে বলেছে আমরা নাকি এই পদ্মা সেতু করতে পারব না। আমার একমাত্র শক্তি আপনারা, একমাত্র শক্তি বাংলাদেশের মানুষ।’
পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেওয়ার পর আপনারা আমার সাহস যুগিয়েছেন। আজকে আমরা পদ্মা সেতু করেছি। আর কষ্ট হবে না। কাউকে নদী পার হতে বিলম্ব হওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে না। সেদিন যারা বাধা দিয়ে ছিল তাদেরকে পদ্মা সেতুর মধ্যে দিয়ে একটি উপযুক্ত জবাব দিতে পেরেছি, যোগ করেন তিনি।
এমএইচএ/এমএমএ/