ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবক দল
বন্যার্তদের সহায়তায় সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটি এবং এর অধীনে আরও ৩টি উপ-কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ধারাবাহিক ত্রাণ বিতরণ।
সিলেট জেলায় বন্যার্ত মানুষকে উদ্ধার এবং তাদের খাদ্য সহায়তার জন্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব দেওয়ান জাকির এর নেতৃত্বে সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে ১২০০ পরিবারের মাঝে শুকনা খাবার, ২৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার, ৫০০ টি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি এবং ১৫০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সিলেট মহানগর শাখার আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এর নেতৃত্বে সিলেট মহানগরের বিভিন্ন অঞ্চলে ২৭০০ টি পরিবারের মাঝে শুকনা খাবার, ৮৬০০ টি পরিবারের মাঝে রান্না করা খাবার, ১৫০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি এবং ৭৫০ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ ছাড়া সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামছুজ্জামান জামান এবং সাধারণ সম্পাদক সৈয়দ মনাজ্জির হোসেন এর নেতৃত্বে একটি টিম সুনামগঞ্জে বন্যার্ত ১৫০০ টি পরিবারে রান্না করা খাবার এবং ১০০০ পরিবারে বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
এমএইচ/এমএমএ/