ওবায়দুল কাদের সুস্থ আছেন, থাকবেন পর্যবেক্ষণে
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকালের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ।
বুধবার (১৫ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার মৃদু অসুস্থতা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, গতকালের তুলনায় তিনি (ওবায়দুল কাদের) অনেক ভালো আছেন। তার ডায়াবেটিস গতকালের তুলনায় নিয়ন্ত্রণে আছে। এর মাত্রা ১৩ আজকে ৫, যা নরমালেরও একদম নরমাল। তার ব্লাড প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছু নরমাল। তাকে আরও দুয়েকদিন অবজারভেশনে রাখব। আমরা সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি। তিনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন।
অধ্যাপক শারফুদ্দীন বলেন, গতকাল সবাই একটু উৎকণ্ঠার মধ্যে ছিলেন। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের এখানে এসেছিলেন রুটিন চেকআপ করতে। তিনি যাতে একটু রেস্টে থাকেন সেজন্য তার ভর্তি দিয়েছিলাম। কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কী জটিলতা ছিল? এমন প্রশ্নের জবাবে বলেন, আগে তার একটু ব্লাড প্রেসার ছিল, ডায়াবেটিস ছিল, হার্টে সমস্যা ছিল। এখন সবকিছুই সেটেলডাউন করেছেন। তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তার কোনো শ্বাসকষ্ট নেই। তার চলাফেরায় কোনো বাধা নাই। তিনি সুস্থ আছেন।
দেশের বাইরে নিতে হবে কি না? এমন প্রশ্নের জবাবে বলেন, 'না, দেশের বাইরে যাবেন না। আমাদের দেশের কোনো রোগী যেন আর দেশের বাইরে যাওয়ার কথা না বলেন। সব রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের আছে।' আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএসএমএমইউতে ভর্তি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে যাবেন। অন্য যারা যারা বিদেশে যেতে চায় তাদের চিকিৎসাও এখানে হবে।
এসএম/টিটি