রমজান উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
রমজান উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে জাতীয় পার্টি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ দুস্থ মহিলাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) গুলশান-১ জাতীয় পার্টির কার্যালয় থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি বুট ও সেমাই।
সরকারের উদ্দেশে বিদিশা এরশাদ বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে মানুষকে পবিত্র মাহে রমজানে ইবাদত করার সুযোগ দিন। পাশাপাশি রাষ্ট্রের বৃত্তবান ব্যক্তিদেরকে গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে করভী মিজান বলেন, আমরা দুস্থ মহিলাদের মাঝে পবিত্র মাহে রমজানের মধ্যে সাহায্য করবার একটা পরিকল্পনা নিয়েছি। তার প্রথম ধাপে আজ বেশ কিছু নারীদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হলো। বাকি নারীদের মাঝে আগামী শুক্রবার নরসিংদীতে জাতীয় পার্টির পক্ষ ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
এ ছাড়া পর্যায়ক্রমে আমরা ভবিষ্যতে নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রথম দিনে ২৫০ জনের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য করবী মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম-মহাসচিব কর্নেল ( অব.) শাহজাহান সিরাজ, যুগ্ম মহাসচিব কর্নেল (অব.) হাবিবুল হাসান, যুগ্ম-মহাসচিব মেজর (অব.) শিকদার আনিসুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহবুব প্রমূখ।
এসএম/এমএমএ/