রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

স্বেচ্ছাসেবক দলে গঠিত হতে পারে আহ্বায়ক কমিটি (শেষ পর্ব)

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি নয়, নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তে বিএনপির হাইকমান্ড। ৫ বছরের অধিক সময়ে এসে কমিটিকে বর্ধিত করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। এমনটা ধরে নিয়েই নতুন নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলকে ঢেলে সাজানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সংগঠনটির ভেতর-বাইরে থাকা সাবেক ছাত্র-নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাওয়া এক নেতা ঢাকাপ্রকাশ কে এতথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, ১৪৯ সদস্য বিশিষ্ট কমিটিতে উপদেষ্টাসহ ১৮৬ জন। তারপরও কমিটি বর্ধিত করা অর্থহীন। সামনে কঠিন পথ অতিক্রম করতে হবে, আন্দোলন-সংগ্রামে রাজপথ উপযোগী নেতৃত্ব খুঁজে বের করতে হবে। কারণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন কমিটির পক্ষেই তৃণমূল নেতা-কর্মীরা। জেনে শুনে তৃণমূলের ভাষাকে পাশ কেটে নিজ স্বার্থে সংগঠনটির সুপার সিক্স বিএনপির হাইকমান্ডকে ভুল বুঝিয়ে ফায়দা নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তাই স্বল্প সময়ের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। সেই কমিটিতে কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) কমিটি এবং বাইরে থেকে সাবেক ছাত্র নেতাদের সমন্বয় করে দায়িত্ব দেওয়ার ব্যাপারে ভাবছে হাইকমান্ড। যেহেতু সংগঠনটির বর্তমান কমিটিতে কোনো সদস্য পদ নাই, প্রত্যেকে বিভিন্ন বিষয়ক সম্পাদক, অন্তর্ভুক্ত কমিটির সবাই নেতা। তাই উপদেষ্টাসহ ১৮৬ জন বিশিষ্ট ঘোষিত কমিটিতে আরো সংযুক্ত করে কালক্ষেপণ করা অনর্থক ও দলকে স্থবিরতার দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু নয়।

২০১৬ সালের ২৭ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের ০৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়। ০৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি কে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর ১৪৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। সেই কমিটি উপদেষ্ঠাসহ ১৮৬ জন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান ঢাকাপ্রকাশকে বলেন- ‘কিছুদিন হলো আমরা বর্তমান কমিটিকে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটির জন্য একটি তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট পাঠিয়েছি। উনি এখন বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন, নাকি নতুন কমিটি ঘোষণা করবেন সেটা অপেক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না। কমিটি গঠনে একমাত্র এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর অর্পিত।’

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার ঢাকাপ্রকাশকে বলেন, কমিটি পূর্ণাঙ্গ নাকি স্বল্প সময়ের জন্য হলেও আহ্বায়ক কমিটি হবে, একমাত্র এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নেতৃত্ব দিতে কে না চায়? নেতৃত্ব দিতে আমিও চাই- নতুন কমিটিতে দলের প্রতি অবদানের জন্য সভাপতির পদে মূল্যায়ন চাই।

এদিকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের এক দায়িত্বশীল নেতা ঢাকাপ্রকাশ কে বলেন, নিষ্ক্রিয় কমিটিতে থাকার চেয়ে সাবেক নেতা হিসেবে থাকাটা সম্মানের। কেন্দ্রীয় কমিটির সুপার-সিক্স সকল নেতা অর্থ লেনদেনের বিনিময়ে দলকে সংগঠিত করার সময় নিয়ে দুর্বল করে দিচ্ছে। বিভাগীয় সাংগঠনিক টিম কমিটির নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, এমনকি নারী কেলেঙ্কারির অভিযোগও উঠেছে। সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় না, কারণ অর্থ-বাণিজ্যের মূল হোতা হচ্ছে কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব।

তিনি বলেন, কথা বলতে গেলে অনেক দূরে যেতে হয়.. কিন্তু যেহেতু সংগঠনের যে কোনো সিদ্ধান্তের জন্য যেহেতু আমাদের কে লন্ডনের দিকে তাকিয়ে থাকতে হয় সেক্ষেত্রে কমিটি থাকা না থাকা একই কথা। কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সাংগঠনিকভাবে সংগঠনকে দেখতে হলে নতুন কমিটি প্রয়োজন। কারণ সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুর পর থেকে দলে ‘চেইন অব কমান্ড’ নেই। সমন্বয়হীনতা ও দায় সাড়া অবস্থায় চলছে সংগঠন। নেতৃত্বে গতিশীল পরিবর্তন না হলে সংগঠন স্থবির হতে বাধ্য। নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না দলটির নেতৃত্ব।

শীর্ষ দুই পদে আলোচনায় যারা-

এদিকে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে শীর্ষ দুই পদে যেতে ইতিমধ্যে দৌড়ঁঝাপ শুরু করেছে সংগঠনটির নেতারা। সভাপতি পদ চাইছেন- ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো: গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সাধারণ সম্পাদক চাইছেন- সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদরেজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।

এদিকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ঢাকাপ্রকাশ কে বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, ছাত্রদল থেকে এখন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছি। যদি নতুন কমিটি গঠন করা হয় সেক্ষেত্রে যদি সঠিক মূল্যায়ন হয়- আমি সভাপতি হতে চাই, সভাপতির পদ প্রত্যাশী।

জেডএকে/কেএফ/

Header Ad

জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ্যান্টিগা টেস্টের শুরুতে নতুন বলে কিছুটা রয়ে-সয়ে দেখে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা। তবে সময় গড়ানোর সাথে সাথে ঠিকই রানের গতি বাড়ান ক্যারিবিয়ানরা। প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। পরবর্তীতে তাদের সর্বোচ্চ রানের জুটিটা এসেছে অষ্টম উইকেটে। টেল-এন্ডার কেমার রোচকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস ১৪১ রানের জুটি গড়েন। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সুবিধা করতে পারেনি। চিরাচরিত ধারায় ২১ রানেই হারিয়েছে ২ উইকেট!

স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে দিনের ২০ ওভারেরও বেশি সময় বাকি থাকতে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ক্যারিবীয়রা। তার আগে ৯ উইকেটে তাদের সংগ্রহ ৪৫০ রান। আগেরদিনই নিজেদের চারশ রানের লক্ষ্য জানিয়েছিলেন উইন্ডিজ ব্যাটার মিকাইল লুইস। এমনকি নিজের সেঞ্চুরির আক্ষেপও অন্য কেউ ঘোচাবেন, এমন বিশ্বাসই ছিল তার। দুটিই ঘটেছে গ্রিভসের কল্যাণে। দলীয় পুঁজি সাড়ে চারশ করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনারই ফিরেছেন মাত্র ২১ রানে। ইনিংসের দশম ওভারে জেইডেন সিলসের বলে জাকির হাসান ১৫ রান করে বোল্ড হয়ে যান। অফ স্টাম্পের ওপর দিয়ে যেতে থাকা বলে ব্যাট চালিয়ে এডজ হয়ে মিডল ও লেগ স্টাম্প হারান এই বাঁ-হাতি ব্যাটার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি, আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করে।

দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ১৯ রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক (৭) ও শাহাদাত হোসেন (১০)। ফলে ক্যারিবীয়দের চেয়ে সফরকারীরা এখনও ৪১০ রানে পিছিয়ে আছে। তৃতীয় দিন উইন্ডিজদের দেখানো পথেই বড় জুটি গড়তে হবে টাইগারদের। দুটি টেস্ট এবং টানা চতুর্থ সিরিজ হারের পর এটাই যে মেহেদী হাসান মিরাজদের ঘুরে দাঁড়ানোর ক্যারিবীয় সফর!

এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ কাল টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১১ রান যোগ করতেই হারিয়ে ফেলেছিল আরও ২ উইকেট। এরপরের গল্পটা স্বাগতিকদের দাপটের। বাংলাদেশকে হতাশ করে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ড ক্রমাগত শক্তিশালী করেছে। গ্রিভস ও রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছেন কেমার রোচ।

অন্যদিকে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত ছিলেন গ্রিভস। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি এবং তাসকিন আহমেদ ও মিরাজ দুটি করে উইকেট শিকার করেছেন। হাসান দুই উইকেটের কল্যাণে ইতিহাসে নাম লিখিয়েছেন। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন এই ডানহাতি বোলার। চলতি বছরেই টেস্টে অভিষেক হওয়ার পর ক্যারিয়ারের ৮ম ম্যাচে এসে পেয়েছেন ২৫তম উইকেট।

Header Ad

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ (রোববার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।

সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহেমেদ। একই সঙ্গে তিনি প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় বলা হয়, আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে (অভ্যন্তরীণ অঙ্গনে) সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন তারিখে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ১ মার্চ তিনি দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন ও ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।

Header Ad

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের শেষভাগ থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের যুব এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে আজিজুল হাকিম তামিম। টুর্নামেন্টটি খেলতে টাইগার যুবারা আজ (রোববার) সকালে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়াল দিয়েছে।

ওই বহরে স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টিম ম্যানেজেমেন্টের সদস্যরাও রওয়া হয়েছেন বিশ্বকাপের আয়োজক দেশটির উদ্দেশ্যে। এর আগে গত বৃৃহস্পতিবার ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছিল বিসিবি। নেতৃত্ব পাওয়া আজিজুল হাকিম তামিম এশিয়া কাপে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস রয়েছে তার।

এবারের যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দল দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে খেলবে। ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :
জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।


অতিরিক্ত– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

Header Ad

সর্বশেষ সংবাদ

জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু