রাজনীতিকে কুলষিত করা বিএনপির ঐতিহ্য: তাহজীব
বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করা বিএনপির ঐতিহ্য বলে উল্লেখ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
তিনি বলেন, ‘রাজনীতিকে কলুষিত করা যে বিএনপির দীর্ঘ ঐতিহ্য, তা সংসদে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হোক।’
সোমবার (৪ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদকে উদ্দেশ্য করে বলেন, রবিবার সংসদে পেটেন্ট বিল পাস হওয়াকালীন শুনলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের আমের উপর পেটেন্ট দাবি করেছেন।
অর্থাৎ উদ্ভাবনের জ্ঞান যিনি ব্যবহার করবেন তাতে উদ্ভাবকের অংশীদারিত্ব থাকবে। এই যে গতকাল উদ্ভাবনের জন্য চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য পেটেন্ট দাবি করেছেন। এটা দোষের কিছু নযা। তবে তিনি বিএনপির সংসদ সদস্যও বটে। তাই রাজনীতিতে বিএনপির কিছু নতুন উদ্ভাবনের জন্য তার পেটেন্ট দাবি করা উচিত ছিল।
তিনি বলেন, ‘এমন কিছু পেটেন্টের নমুনা আমি সংসদে উপস্থাপন করতে চাই। হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে অনুপ্রবেশ করানোর পেটেন্ট তিনি দাবি করতে পারতেন। হ্যাঁ না ভোট দিয়ে কারফিউ জারি করে ক্ষমতায় টিকে থাকার পেটেন্ট তিনি দাবি করতে পারেন। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সন্ত্রাস অনুপ্রবেশের পেটেন্ট তিনি দাবি করতে পারেন।’
‘স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুর্নবাসনের পেটেন্ট তিনি দাবি করতে পারেন। রাজনৈতিক প্রতিপক্ষে নির্মূল করার দূরভিসন্ধির পেটেন্ট তিনি দাবি করতে পারেন। রাজনীতিতে অবক্ষয় দুর্নীতি স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার পেটেন্ট তিনি দাবি করতে পারেন। হাওয়া ভবনের মাধ্যমে সরকারের ভেতর সরকার তৈরির পেটেন্ট তিনি দাবি করতে পারেন। আজিজ মার্কা নির্বাচনের দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করার পেটেন্ট তিনি দাবি করতে পারেন,’ যোগ করেন তিনি।
তাহজীব আলম সিদ্দিক বলেন, এভাবে বলতে গেলে পেটেন্টের সংখ্যা সারাদিনেও ফুরাবে না। তাই আমি মহান সংসদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বরং এই তালিকা এখানেই শেষ করছি। যদিও সংসদ সদস্য এই পেটেন্টগুলো দাবি করেননি, তবে আমি সংসদে করছি। এসব সমস্ত পেটেন্ট বিএনপিকে দেওয়া হোক। বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করা যে তাদের যে দীর্ঘ ঐতিহ্য, তা আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হোক।
এসএম/এমএমএ/