টিসিবির ট্রাকের পেছনে লাইন কেন: মান্না
মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়ে তাহলে বাজার করার জন্য কলকাতা, দিল্লী, ব্যাংকক যায়। টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয় না। তারপরেও এক মন্ত্রী বলেন যে, মানুষের ক্রয় ক্ষমতা তিনগুন বেড়েছে। ক্রয়ক্ষমতা বাড়লে টিসিবির ট্রাকের পেছনে লাইন কেনো; প্রশ্ন করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে ডাকা অনশন কর্মসূচীতে এ কথা বলেন তিনি। সকাল ১০টায় এ অনশন শুরু হয়। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনকে পানি খাইয়ে অনশন ভঙ্গ করান।
এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, 'জিনিসপত্রের দাম এতো বেড়েছে যে, মানুষ বেকুব হয়ে গেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দুইদিন আগে সংসদে বলেছেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। ১০ টাকা চাল খাওয়ানোর কথা ছিলো সেই চালের দাম আজকে ৭০ টাকা।'
তিনি বলেন, ‘একটাই কাজ করতে হবে, এমন আন্দোলন গড়ে তুলতে হবে সরকার যাতে পদত্যাগ করতে বাধ্য হয় এবং পালাবার কোনো পথ না পায়। মানুষ আপনাদের দিকে তাঁকিয়ে আছে। আরও যদি সোজা সাপ্টা বলি, মানুষ বিএনপির দিকে তাঁকিয়ে আছে।'
এসময় গণতান্ত্রিক দলগুলোকে এক হয়ে সরকার পতনের আন্দোলনে নামার জন্য প্রস্তুতি নেওয়ার আহবানও জানান মাহমুদুর রহমান মান্না।
গত ফেব্রুয়ারি থেকে বিএনপি দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, লিফলেট বিতরনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার জেলা জেলায় প্রতীক অনশনের কর্মসূচি করেছে তারা।
এমএইচ/কেএফ/