দ্রব্যমূল্য ইস্যুতে মাঠে নামায় বিএনপিকে জামায়াত নেতার সাধুবাদ
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠের কর্মসূচিতে সক্রিয় হওয়ায় বিএনপি সাধুবাদ জানিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামী বাংলাদেশ।
দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বিএনপির অনশনে সংহতি জানিয়ে বলেন, বিএনপি মাঠের কর্মসূচিতে নেমেছে এজন্য আমরা মোবারকবাদ জানাই।
জামায়াত নেতা বুলবুল বলেন, আজকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের লুটপাটের বিরুদ্ধে মাঠে নেমে এসেছি। দেশের মানুষ সরকারকে টেনেহিঁচড়ে নামানোর জন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। দেশপ্রেমিক, ইসলামি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে হবে।
শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে এমন অভিযোগ করে জামায়াত নেতা বলেন, গণতন্ত্র আজকে অবরুদ্ধ। দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। খালেদা জিয়াকে কারারুদ্ধ করে গণতন্ত্রকামী মানুষকে শিকলবন্দি করা হয়েছে।
তিনি বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। নির্দলীয় সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করতে হবে।
এমএইচ/এমএমএ/