সবার এক কথা সরকারের পদত্যাগ: গয়েশ্বর
ফাইল ফটো
জাতীয় সরকার ইস্যুতে এখন তর্কের প্রয়োজন নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সবার এক কথা এই সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন। এই লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই। এখন জাতীয় সরকার নিয়ে কেউ নির্বাচনের আগে এবং কেউ নির্বাচনের পরে। এই তর্কেরও কোনো প্রয়োজন নেই।
শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। এই সরকারকে উৎখাত করতে না পারলে যে ধরনের সরকারই চান সেটা হবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন নিশ্চিত করি। তারপরে সুষ্ঠু নির্বাচন করে, দেশটাকে মেরামত করি।
তিনি বলেন, ‘সরকারের সুবিধাভোগী ছাড়া, আমরা ছোট বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে। আমরা এটা করি, এটাই জনগণ চায়।’
প্রতীকী অনশনের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে প্রতীকী অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল্লাহ।
এমএইচ/আরএ/