সমাপনী বক্তব্য ছাড়াই শেষ হলো বিএনপির প্রতীকী অনশন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে ছয় ঘণ্টার প্রতীকী অনশন করেছে বিএনপি। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দিলেও সমাপনী বক্তব্য দিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত।
অনশন শুরু হওয়ার পর বিএনপির ২০ দলীয় জোটসহ রাজনৈতিক দলের নেতারা অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
কিন্তু অনশনের শেষ পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পরে বক্তব্য দেন অনশনের সভাপতি ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
সাধারণত সভাপতির পরে কিংবা আগে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার রেওয়াজ থাকলেও এক্ষেত্রে তার ব্যাতিক্রম দেখা গেছে, বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে জানান। কিন্তু তার এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
ফলে উপস্থিত নেতা-কর্মীরা বসা থেকে দাঁড়িয়ে গেলে এলোমেলো পরিস্থিতি সৃষ্টি হয়, তারপরে মির্জা ফখরুল আর বক্তব্য দেননি। যদিও মির্জা ফখরুলকে বক্তব্য দেওয়ার জন্য গয়েশ্বর চন্দ্র রায় অনুরোধ করেন। কিন্তু মির্জা ফখরুল বক্তব্য দেননি।
টিটি/