বিএনপির জাতীয় সরকারের ধারণায় মিত্রদের সমর্থন
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বিএনপি জাতীয় সরকারের যে ধারণা দিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
শনিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতীকী অনশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের যে ধারণা দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তা সমর্থন করছি।
সার্বিক পরিস্থিতিতে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি জোটের এই নেতা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।
বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এর বিকল্প নাই। নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেই জাতীয় সরকার হবে।
ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনের আগে নয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকারের যে ধারণা দিয়েছেন আমরা তা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে গদিচ্যুত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আজকের আন্দোলনের প্রতি আমরা সমর্থন করছি।
মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনশনে আরও বক্তৃতা রাখেন জামায়াতের ঢাকা মহানগর আমীর নুরুল ইসলাম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার প্রমুখ।
এমএইচ/এসআইএইচ