'হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না'
টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষ লাইন ধরছে আর আওয়ামী লীগ নেতারা কার্ড নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের পক্ষ থেকে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
মোশাররফ বলেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়।
দেশের মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে সরকার প্রধান রেখে তার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। ক্ষমতাসীনদের হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন আদায় বিএনপির একমাত্র লক্ষ্য।
মোশাররফ বলেন, ইভিএম নয়, ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে । আপসে হবে না, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।
তিনি আরও বলেন, সরকার দেশের গণতন্ত্র হত্যা করেছে, জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়। সংকট সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার পতন আন্দোলনে রাজপথেই শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। কর্মীদের পাশাপাশি সিনিয়র নেতারাও এবার আন্দোলনে মাঠে থাকবে।
তিনি বলেন, জনগনের টাকায় করা পদ্মাসেতুর নামে মহাদুর্নীতি করা হয়েছে। যারা দুর্নীতি করেছেন তাদের জনগনের কাছে ক্ষমা চাইতে হবে।
আব্বাস বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জিয়াকে ধরে এনে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়েছিল। অবশেষে আওয়ামী লীগ স্বীকার করেছে জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাকশালের পেটে আওয়ামী লীগ ঢুকে গিয়েছিল। সেখান থেকে জিয়া আওয়ামী লীগকে উদ্ধার করেছিলেন।
এমএইচ/এমএমএ/