বাম জোটের হরতাল
বঙ্গবন্ধুর ব্যানার ‘পোড়ানোর’ অভিযোগে ১২ নেতার বিরুদ্ধে মামলা
বাম জোটের হরতালে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ‘পোড়ানোর’ অভিযোগে তিনটি ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার (৩০ মার্চ) শাহবাগ থানায় করা ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার ঢাকাপ্রকাশ-কে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।
ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহসভাপতি অনিক রায়, সহসভাপতি জহরলাল রায়, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার, সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মেঘমাল্লার বসু; ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ; ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা; বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর ও বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আসামি করা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, ২৮ মার্চ বাম জোটের ডাকা হরতালে অভিযুক্তরা ‘বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে অবমাননাসহ জনমনে ভীতি সঞ্চার’ করে। সোহরাওয়ার্দী উদ্যানে জয়বাংলা জয়োৎসব অনুষ্ঠানের প্রচারের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ওই ব্যানার সেখানে টাঙানো হয়েছিল।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা মানুষের যাতায়াত ও যান চলাচলে বাধা দিয়ে দিয়ে ‘জননিরাপত্তার ব্যপক বিঘ্ন ঘটায়’ এবং ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর কাজে বাধা দিয়ে অস্থিতিশীল পারিস্থিতি সৃষ্টি করে।
কেএম/এএস