আইজিপি ও পুলিশ কমিশনারকে ক্ষমা চাওয়ার আহ্বান
মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বন্ধে বিএনপির উদ্বেগ
মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ মার্চ) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ উদ্বেগ জানানো হয়।
বুধবার (৩০ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সরকার কতৃক হঠাৎ করে ১৭ হাজার ২৮২ জন বীর মুক্তিযোদ্ধার মাসিক ভাতা বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে একদিকে যখন দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে তখন এই ধরনের পদক্ষেপ সাধারণ মুক্তিযোদ্ধাদের চরম আর্থিক সংকটের মধ্যে ফেলবে। অন্যদিকে শত বার্ষিকী পালনের অজুহাতে কোটি কোটি টাকা ব্যয়ে ভারতীয় শিল্পিকে নিয়ে কনর্সাটে প্রধানমন্ত্রীর অংশ গ্রহণ দেশবাসীকে হতাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ কোটি টাকা ব্যয়ে বিমানের ঢাকা-টরেন্টো পরীক্ষামূলক ফ্লাইটে কর্মকর্তাদের প্রমোদ ভ্রমণ অন্যদিকে টিসিবির ট্রাকের পেছনে অভাবী মানুষের দীর্ঘ লাইন, আওয়ামী স্বচ্ছল পরিবারদের ন্যায্য মূল্যে পণ্য ক্রয়ের কার্ড বিতরণ জনগণের সঙ্গে চরম প্রতারণা ছাড়া কিছু নেই। যেহেতু এই অনির্বাচিত সরকারের কোনও দায়বদ্ধতা নেই সেহেতু জনগণের দুর্ভোগ ও দুঃখ-কষ্ট লাঘবের কোন উদ্যোগও এই সরকারের নেই বলে সভা মনে করে।
আইজিপি ও পুলিশ কমিশনারকে ক্ষমা চাওয়ার আহ্বান
এদিকে একই বিজ্ঞপ্তিতে পুলিশের আইজিপি ডক্টর বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডঃ শফিকুল ইসলাম কে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, সম্প্রতি বিচার বর্হিভূত হত্যা ও গুমের অপরাধে অভিযুক্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এর উদ্ধত্যপূর্ণ উক্তি, অপেশাদারী আচরণ, হুমকি ও অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই ধরনের মন্তব্য শুধু শিষ্টাচার বিবর্জিতই নয় তা রাষ্ট্রের জন্য এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপদ জনক। অবিলম্বে এই ধরনের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করবার আহ্বান জানানো হয়।
এমএইচ/এএস