ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভা রবিবার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান রবিবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের উদ্যোগে রবিবার (২৭ মার্চ) সকাল ১০টায় ‘নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আলোচনা করবেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাবেক সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ডা. আক্কাস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কামরুল হক প্রমুখ।
এপি/আরএ/