মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গ
যুক্তরাষ্ট্রের বক্তব্য নির্বাচনে প্রভাব ফেলবে না: ওবায়দুল কাদের
সংবাদ সম্মেলন
সম্প্রতি র্যাবের শীর্ষ কর্মকর্তাসহ কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি করতে চায় না আওয়ামী লীগ। এমনটিই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনে প্রভাব ফেলার তো কোনো কারণই নেই। আমাদের নির্বাচন আমরা করব। যুক্তরাষ্ট্রের পরামর্শে নির্বাচন করব নাকি?'
সোমবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় কোনো ষড়যন্ত্র দেখছেন কি না? এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা আমাদের দেশের জঙ্গিবাদ, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসী এদের উৎসাহিত করছে।'
তিনি বলেন, 'আমাদের র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য আমি পার্টির পক্ষ থেকে গতকাল তার জবাব প্রেসে দিয়েছি, সেটাই আমাদের বক্তব্য। এ নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না।'
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন প্রমুখ।
এসএম/টিটি/